---------------------------------------------------------------------------------------------------------অন্তরিপ
কবিতায় নেমে আসা মেঘেদের আসে পাশে আমার ছোট্ট তাসের ঘরে,
হয়তো স্বপ্ন, বৃষ্টি হয়ে ঝড়ে;
বিস্মৃতির অতল গহ্বরে।
হঠাৎ প্রশ্ন করে যখন তোমার,
ব্যর্থ ঠোঁটের সংসার;
জবাবে বন্দী আমি,
মন আপেক্ষিক ছন্দে অসাড়।
আচ্ছা রাই বলতে পারো?
বিষন্ন অতীত খুঁড়ে এ মন,
কেন চায় হতে ঢেউয়ের কাছে নত?
অশ্লেষা,
কেন চায় তার শরীরে ঝর্ণা অবিরত?
তৃষ্ণা হারায় অবুঝ কবি,
নিঃশব্দে সূর্যাস্ত তার কলমে;
সময়ের গ্য।লারীতে সাইকেডেলিক স্মৃতি,
পুড়িয়ে দেওয়া ভালো;
অভিমানী আগুনে,নরমে।
সিগারেটের লাল রক্ত মেশে,
শরীরের প্রতিটি ইস্ট্রোজেনে;
তোমার নিদাঘ সময়, স্বপ্ন, স্মৃতি
নিয়মমাফিক পুড়বে আরক্ষণে।
আচ্ছা রাই বলতো?
ছিন্ন এিকোণমিতির সূত্র ধরে,
থাকবে মনে এসব ব্য।পার?
কে আর বল অতো হিসেব রাখে,
ইচ্ছে ক্ষ্য।পার।
শেষ হয়তো তুমি জানো,জানি আমিও
তবুও তোমার হয়ে, ক্ষণ স্মৃতি
ইতি-হরিষীও।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন