বাস্তবকে বরণ করতে পারি।
তাই বাস্তবিকই বড্ড একা।
সত্যের গ্রহণযোগ্যতা,
অন্তঃসারশূন্য এ চাকচিক্যময়
মিথ্যাচারের পৃথিবীতে,
নেহাতই নগণ্য। তাই খুব
অনায়াসে ত্যাগ করলাম,
চিরাচরিত অন্তমিল।
রসের পদ্য আজ তাই
চাহিদার গদ্যে রূপান্তরিত হল।
সমাজের নগ্নতা তাই
কাষ্ঠকঠিন এ মনকেও,
পলকে নাড়িয়ে দিল।
কাদের জন্য পদ্য লেখা?
বর্বর সভ্যতা কখনই কদর
করেনি না খেতে পাওয়া,
স্বপ্নালোকের বাসিন্দা কবিদের।
নিজের টুকু ভাবো, ব্যাস।
তাই আজ থেকে শুরু,
কঠিন বাস্তব রচনা।
শুরু প্রতিবাদ, তীব্র প্রতিবাদ।
সমাজের একনায়কতন্ত্র,
আজ দায়িত্ব নিয়ে
ভেঙে ফেলার সময় এসেছে।
আমায় তোমরা হয়তো বলবে,
অসামাজিক, কিংবা বলবে
নিষ্ঠুর বাস্তববাদী অমানুষ।
বয়ে গেছে তোমাদের তকমা।
অন্তত ক্ষমতালোভী খুনী
তো নই ব্যর্থ সমাজের।
আজ থেকে প্রেম চুলোয়ে যাক।
প্রতিবাদ হোক প্রতিশ্রুতির
নতুন পরিচয়। সফল হবই।
বিফল হলে মশালটা অন্য
কোনো শক্ত হাতে তুলে দেবো।
©জ্বলন্ত ছাই।।(জয়শ্রী )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন