সায়রের দুটি কবিতা
১) এভাবেই ভালোবাসার আঁচে কত পতঙ্গ মরলো
আর কত ফিনিক্স জন্ম নিয়ে ডানা মেলে দিল ভোরের বুকে
কবিকে তোমার জলন্ত আঁচে দাহ্য করো নারী
ফিনিক্স জন্মে বড় লোভ জন্মায়
২.আমি জানি, আজও যখন সব বাঁধন আলগা করে নিজের বিছানার কাছে ফেরো
তোমার চোখের কোনায় জল আসে, আসে আজও। জানি
আমি কেবল রাতের ফিরতি স্রোতে ভরসা রাখি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন