REVIEW BY: ADITYA
জাস্ট ভয় পান।লজিকে গুলি মারুন।
রেটিং-৪/৫
ভূত আর বাঙালির সম্পর্কটা বেশ গভীর।চোখের ফাঁক দিয়ে ভয় পেতে আমরা ভালোবাসি।ভালোবাসি ভয় পেতে।হ্যাঁ ,সমস্ত লজিক ভুলে জাস্ট ভয় পান।একটানা দেখে ফেলুন কার্টুন ওয়েব সিরিজ।পায়েল আর মৈনাকে অনেক শুভেচছা আর ভালোবাসা তাদের আগামী দিনগুলোর জন্য।অসাধারন তাদের অভিনয়।অসাধারন সেটস আর মিউজিক।ধন্যবাদ পরিচালক সৌরভকে।
নতুন ফ্ল্যাটে আসা দম্পতির জীবনে এন্টারটেনমেন্ট এর অভাব রাখেনি এই ছোট্ট ভূতটি।পেশায় কার্টুনিস্ট এই মৈনাক (যদিও চরিত্রের নাম অন্য) নতুন ফ্ল্যাটে শিফট হওয়ার পরই শুরু হয় এইসব অবাঞ্ছিত ঝামেলা।অনেকদিন পর কোনো বাঙলা সিনেমার কোনো নায়িকাকে এত খোলামেলা অভিনয় করতে দেখলাম।পায়েলও কোনো আইটি সেক্টরে কর্মরত ।কিন্তু যতই দিন গড়ায় ওদের সম্পর্কটাও কেমন ফ্যাকাশে হতে থাকে ভূতের পাল্লায় পড়ে।সিমেনার আরো টুইস্ট পেলাম অরুণ মুখোপাধ্যায়কে দেখে।উনি এই বয়সে কতটা সাবলীল।গল্পের পল্ট যতই এগোয় ততই বেশ উৎসাহ লাগে পরবর্তী অংশ জানার জন্য।যেটা খুবই দরকার একটা আদর্শ সিনেমার জন্য।আরো ভালো লেগেছে সিনেমার কোনো এন্ডিং দেখানো হয়নি।একটা বিশেষ অংশ কিংবা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে দর্শকদের জন্য।যেটা বেশ উপযোগী।সবশেষে এটাই বলব যারা দেখনি তারা দেখে ফেলুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন