ননী:- আচ্ছা, হঠাৎ কবিতা লেখার ভুত কেনো চাপলো তোর মাথায়? ছেলে কেস নাকি?
রাই:- জানেন দাদা, নিজের ভাষায় তকমা লাগানো বড্ড সোজা, একদিন আসবেন এই পাড়ে, দেখবেন বাস্তব গেলার মতো ক্ষমতা কবিরা রাখে।
ননী:- ওহ! কি দিলি রে! মায়ের কোল থেকে সিধে নামলী খুকী! ব্যার্থতা দেখেছিস কোনোদিন? তাহলে দে দুটো রংচং-এ ভাষা বসিয়ে আর লেখ দেখি এক্ষুনি।
রাই:- #ব্যার্থতা#
এর অর্থই বা কি?
ভাব-মেশানো কল্পনা?
নাকি কষ্ট থেকে
উঠে আসে কবির চেতনা?
ভাব-মেশানো কল্পনা?
নাকি কষ্ট থেকে
উঠে আসে কবির চেতনা?
আমি ব্যার্থ হয়েছি প্রতিবারউত্তরনের চেষ্টায়,
আমি জেদ ছাড়িনি।
আমি জেদ ছাড়িনি।
যেমন ম্যানগ্রোভ আকড়ে
থাকে থাকে জলাশয়কে,
যেমন হৃদয় আকড়ে রাখে
তার দেউলিয়া প্রেমের ছাপ।
থাকে থাকে জলাশয়কে,
যেমন হৃদয় আকড়ে রাখে
তার দেউলিয়া প্রেমের ছাপ।
ঠিক তেমনি ,
আমিও নিয়ে আছি ক্ষত,
সেই মেয়ের মতো যার ভিতরটা দগ্ধ,
সে হোক না!
আমিও নিয়ে আছি ক্ষত,
সেই মেয়ের মতো যার ভিতরটা দগ্ধ,
সে হোক না!
জানো তো
কিছু আবেশ মেলে থাকে
সন্ধের মাধবিলতায়,
কিছু ব্যার্থতা লেগে থাকে
কবির পাতায় পাতায়।
কিছু আবেশ মেলে থাকে
সন্ধের মাধবিলতায়,
কিছু ব্যার্থতা লেগে থাকে
কবির পাতায় পাতায়।
চাই না পথ দেখানো শুকতারা...
তবু...
ব্যার্থ হয়েছি উত্তরনে...
আসলে আমি শব্দের জঞ্জাল গড়তে চাইনি,
আমি এরকম বোবা
কবি হতে চাইনি।।
আমি এরকম বোবা
কবি হতে চাইনি।।
@রাই's ডাইরি
-জয়শ্রী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন