॥একটি ঝড়ের রাত॥-@SOUVIK
বাইরে তখন প্রবল ঝড়।মনে মনে তাকে আঁকড়ে ধরার তীব্র আকাঙ্খা অনুভব করলাম।বৃষ্টি তখন উন্মাদ অনেকটা আমার মতো।কার্ণিশে জল চুইয়ে পড়ছে কিছুটা নির্জনতা নিয়ে,অবশিষ্ট যেটুকু মেঘ লুকোনো ছিল ফকিরের দরবারে তা উজাড় করে দিল দুহাতের চেটো ভিজিয়ে।সহসাই ভারী বর্ষণে মনের সব দ্বিধা স্রোতের মতো টেনে নিয়ে গেল মুহূর্তে।কেন হঠাৎ এমন হলো যেন বৃষ্টি হারিয়ে দিল আমার রাতের জন্য বরাদ্দ কাজের নেশাকে।কচি মুঠো কঠোর করে আটকে রাখতে চাইলাম গোপন ইচ্ছেকে।কিন্তু কোথায় সেই দৃঢ় সংযত মন? হাতে সময় নেই বেশি,চাহিদার বয়স বাড়ছে দ্রুত।নিজেকে ধরে রাখার সামর্থ হারিয়ে ফেলছি একটু একটু করে।আমি দবদব করতে দেখেছি মনখারাপের মোমবাতি,খিড়কির পাল্লাদের অদ্ভুত ভাবে হাওয়ায় ধাক্কা খেতে দেখেছি,দেখেছি চৌকাঠের বাইরে গোটা দুনিয়া শরীর উথাল পাথাল হতে।এই সমস্ত সংকেত যেন তোমার প্রতি সাংঘাতিক আকর্ষণজনিত।আজ আর কবিতা লিখতে মন চাইছে না, একবিন্দু ইচ্ছে করছে না শব্দ ঘরানায় আটকে থাকতে।খাম খুলে চিঠির বুকে বুলোনো হাতে প্রশ্নদের আদর করে বন্দী করতে চায় উত্তর।আয়না এখন সলজ্জ মুখ ঢাকতে আগ্রহী নয় একদমই।বৃষ্টি বুঝি আজ ভীষণ ক্ষত্রিয়,ঠোঁটের কাছে যুদ্ধজয়ের হাসি,হটকারীতা নয় নিশ্চিত,তবে প্রেম মারাত্বক আগ্রাসী আজ।একটি ঝড়ের রাত,ভেজা শরীরের গন্ধ মেখে নিতে চায় শিরায় শিরায়।একটি ঝড়ের রাত আঁচল সরিয়ে কামড়ে ধরা অন্ধকার অবসর।একটি ঝড়ের রাত তোমার কাঁধের এলোচুলে তৃষ্ণার নিষাদ।একটি ঝড়ের রাত তোমার উষ্ণতায় নিজেকে হারিয়ে ফেলার অকারণ আবদার।একটি ঝড়ের রাত চার দেয়ালে বন্দী দুই সত্বার কাছে আসার গোপন গল্প।গল্পটা শেষ করতে পারলাম না কিছুতেই,না হয় বাকি রাতটা ব্যক্তিগতই থাক।
বাইরে তখন প্রবল ঝড়।মনে মনে তাকে আঁকড়ে ধরার তীব্র আকাঙ্খা অনুভব করলাম।বৃষ্টি তখন উন্মাদ অনেকটা আমার মতো।কার্ণিশে জল চুইয়ে পড়ছে কিছুটা নির্জনতা নিয়ে,অবশিষ্ট যেটুকু মেঘ লুকোনো ছিল ফকিরের দরবারে তা উজাড় করে দিল দুহাতের চেটো ভিজিয়ে।সহসাই ভারী বর্ষণে মনের সব দ্বিধা স্রোতের মতো টেনে নিয়ে গেল মুহূর্তে।কেন হঠাৎ এমন হলো যেন বৃষ্টি হারিয়ে দিল আমার রাতের জন্য বরাদ্দ কাজের নেশাকে।কচি মুঠো কঠোর করে আটকে রাখতে চাইলাম গোপন ইচ্ছেকে।কিন্তু কোথায় সেই দৃঢ় সংযত মন? হাতে সময় নেই বেশি,চাহিদার বয়স বাড়ছে দ্রুত।নিজেকে ধরে রাখার সামর্থ হারিয়ে ফেলছি একটু একটু করে।আমি দবদব করতে দেখেছি মনখারাপের মোমবাতি,খিড়কির পাল্লাদের অদ্ভুত ভাবে হাওয়ায় ধাক্কা খেতে দেখেছি,দেখেছি চৌকাঠের বাইরে গোটা দুনিয়া শরীর উথাল পাথাল হতে।এই সমস্ত সংকেত যেন তোমার প্রতি সাংঘাতিক আকর্ষণজনিত।আজ আর কবিতা লিখতে মন চাইছে না, একবিন্দু ইচ্ছে করছে না শব্দ ঘরানায় আটকে থাকতে।খাম খুলে চিঠির বুকে বুলোনো হাতে প্রশ্নদের আদর করে বন্দী করতে চায় উত্তর।আয়না এখন সলজ্জ মুখ ঢাকতে আগ্রহী নয় একদমই।বৃষ্টি বুঝি আজ ভীষণ ক্ষত্রিয়,ঠোঁটের কাছে যুদ্ধজয়ের হাসি,হটকারীতা নয় নিশ্চিত,তবে প্রেম মারাত্বক আগ্রাসী আজ।একটি ঝড়ের রাত,ভেজা শরীরের গন্ধ মেখে নিতে চায় শিরায় শিরায়।একটি ঝড়ের রাত আঁচল সরিয়ে কামড়ে ধরা অন্ধকার অবসর।একটি ঝড়ের রাত তোমার কাঁধের এলোচুলে তৃষ্ণার নিষাদ।একটি ঝড়ের রাত তোমার উষ্ণতায় নিজেকে হারিয়ে ফেলার অকারণ আবদার।একটি ঝড়ের রাত চার দেয়ালে বন্দী দুই সত্বার কাছে আসার গোপন গল্প।গল্পটা শেষ করতে পারলাম না কিছুতেই,না হয় বাকি রাতটা ব্যক্তিগতই থাক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন