লজিক নয়,অভিনয় দেখুন শুধু।
REVIEW: আদিত্য ঘোষ।
রেটিং-৪.৫/৫
হইচই পড়ে গেছে।শহরের মোড়ে মোড়ে তার হেডিং।সোশ্যাল মিডিয়ায় তার পোস্টার।মুখে মুখে তার প্রশংসা।হ্যাঁ, ওয়েব সিরিজ ব্যোমকেশ মন ছুঁয়ে গেছে।হইচই এর অনবদ্য প্রয়াসকে স্বাগত।স্বাগত অনির্বান ভট্টাচার্যকে।স্বাগত এসভিফকে।গ্রামোফোন রহস্য আর সত্যিই রহস্য নেই।মাকড়সার রসে একেবারে মজে গেছে আপামর বাঙালি।অনেক পরীক্ষার পর হয়ত বাংলা ফ্লিম ইন্ডাস্ট্রি আর একটা ভালো ব্যোমকেশ পেল।স্বল্প সময়ের গল্পগুলো স্পষ্ট বুজিয়ে দিল যে বাংলা সিনেমা অনেক এগিয়ে গেছে।এগিয়ে গেছে টেকনিক্যালিটিস।দেখার ভঙ্গি থেকে বোঝার নিয়ম সবই পাল্টে গেছে।ব্যোমকেশ এবং অজিত বাবুর সূচনা থেকে সত্যবতীর পথচলা আবার ভাবতে বসাল।তবে আপনি যদি এই সিনেমার খুঁত ধরতে যান তবে বলব ভুল করছেন।তাহলে অনেক কিছুই আপনি নিজেই সল্ভ করে দেবেন।আর ব্যোমকেশের প্রয়োজন হবে না।স্ক্রিপ্ট খুবই সাদামাটা।ডায়লগ বেশ কিছু জায়গায় নড়বড়ে।তবে অভিনয় এই সব কিছুকে ছাপিয়ে গেছে।ছাপিয়ে গেছে অনির্বান বাবু।এই ছেলেটাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি।আর সময়কাল নিয়ে যদি কিছু বলতেই হয় তবে বলব মনেই হয়নি যে বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আছি।এই জন্য অনেক ধন্যবাদ পরিচালকে।আর অবশ্যই আর্ট ডিরেক্টরকে।আর বেশি কিছু বলব না।যাঁরা দেখেনি তারা দেখে ফেলুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন