সূর্যাস্তের আগে
-তোমার সম্পূর্ণটা জানতে খুব ইচ্ছা করে।
-মানে?
-মানে, তোমার মনটুকু
-ওমা, মনটুকু শুধু? এই যে বললে সম্পূর্ণ
- গনেশ বিশ্বব্রহ্মান্ড প্রদক্ষিণের জন্য কি করেছিল ভুলে গেলে?
-থাক! অনেক হয়েছে পান্ডিত্ব। আচ্ছা ধরো আমার সবটা তুমি
জেনে ফেললে, কি থাকবে তবে বাকি?
- ইচ্ছে থাকবে পড়ে তখন
- কিসের ইচ্ছে?
- তোমার রঙিন সব কিছুকে শরীরে মনে মাখবার ইচ্ছে, আর
অন্ধকারে জমে থাকা কালো আলকাতরার মত যা কিছু
সব খুঁড়ে তুলে ফেরার ইচ্ছে
- ভয় করে
- কিসের?
- তুমি বড় অদ্ভুৎ কথা বলো, অনেক স্বপ্ন দেখাও
- আমার নাম স্বপ্নিল তাই
- ঠাট্টা করো না, আজকাল স্বপ্ন বড় ভয়ানক লাগে
সবকিছুই যেন মরিচীকা মনে হয়।
- আমি জানি, আমি জানি তুমি তোমার হৃদয়ের শুকনো
বালির তলে পুতেঁছো তোমার হাজারও স্বপ্ন একসময়
-কিন্তু আমি সে নদী হতে চেয়েছিলাম, এরকম শুকনো
মরুভূমি কোন নারী চায় বলো?
-.....................
-কি ভাবছো?
- তোমার নদীর কথা
- সে তো স্বপ্ন
- না সে বাস্তব, রূপাঞ্জনা তোমার দুচোখে আমি এক শান্ত
নদী দেখতে পাই, দিগন্তে পরন্ত সূর্যের শেষ আলোর মত
স্বপ্ন তোমার দুচোখে, হঠাৎই ঝিলমিলয়ে ওঠে ওরা।
ওরা আজও জীবিত রূপাঞ্জনা
- তাই বুঝি ওভাবে তাকিয়ে থাকো আমার দিকে?
-কে জানে!
( সন্ধের নেমে আসে নদীর ধারে, ওরা দুজন পাশাপাশি বসে দিগন্তে ডুবতে দেখে
সূর্যের শেষ আলোটুকু।)
-
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন