- "Hello, কে বলছেন?"
- " বাবা.....শুনতে পাচ্ছিস বাবা? আমি বলছি রে...."
- "ওহ...মা....তা আবার কি দরকার? ওষুধের পয়সা শেষ করে ফেলেছ বুঝি....."
- "নাহ্ বাবা, এমনিই.......কাল তো ষষ্টী বাবা , এবার আমায় একদিন অন্তত বাড়িতে নিয়ে যাস বাবা......পাড়ায় মায়ের মুখটাও কতদিন দেখিনি......আমার নাতনিটাও কত বড় হল রে খোকা......আর...."
- "হয়েছে তোমার মহাভারত শেষ?? আমার অনেক কাজ আছে মা.....আর এই পুজো তে তো ইমপসিবেল......আমরা শিলং ঘুরতে যাচ্ছি......পরেরবার সম্ভব হলে দেখব.....এখন রাখো ফোনটা"
- "বাবা আগের বছরও তো তোরা ঘুরতে গিয়েছিলি.....একবারটি শুধু নিয়ে চল না বাবা.....একদিনের জন্য...."
- "উফফ্.... মা, এই বাচ্চাদের মতো ঘ্যানঘ্যানানি বন্ধ করো তো.......তোমাদের বৃদ্ধাশ্রমের পাশেও তো পুজো হয়, ওখানে তোমায় নিয়ে যাওয়ার জন্য বলে দিচ্ছি ওদের.....হয়েছে শান্তি??"
- " তোদের কি আর কখনও দেখতে পাব খোকা??....hello.....খোকা....খোকা শুনতে পাচ্ছিস?.....ওহ্, কেটে দিয়েছে মনে হয়.....থাক্"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন