॥পুজোপ্রেম॥
শহরের ভীড়ে আড্ডা জমায় পুজো-প্রেম
ইয়েতির ব্যাগে আছে প্রজাপতি বিস্কুট।
প্যামফ্লেটে লিখে রেখো ঘরে ফেরার দিন
"তোমাকে ভালোবেসে অামার চিরকুট"।
শহরের ভীড়ে আড্ডা জমায় পুজো-প্রেম
ইয়েতির ব্যাগে আছে প্রজাপতি বিস্কুট।
প্যামফ্লেটে লিখে রেখো ঘরে ফেরার দিন
"তোমাকে ভালোবেসে অামার চিরকুট"।
অল্প অল্প বৃষ্টি,ফিরভি কুছ পরোয়া নেহি
হাটি হাটি পা পা,যথা ইচ্ছা তথা যা।
ঝেড়ে ফেলে কালের ধূলো,সাজের মরসুম
নিয়ন আলোয় ঘন্টাখানেক আটকে থাকা।
হাটি হাটি পা পা,যথা ইচ্ছা তথা যা।
ঝেড়ে ফেলে কালের ধূলো,সাজের মরসুম
নিয়ন আলোয় ঘন্টাখানেক আটকে থাকা।
বুড়ো ট্রামলাইনের ধারে আরেকটা লাইন
সেটা কবিতার নয়,রাত জাগা প্যান্ডেল হপিং।
প্লেটে জোড়ায় জোড়ায় ইলিশ কই -মিষ্টি দই
আনমনে মিডলাইফ ক্রাইসিস ভুলে থাকার দিন।
সেটা কবিতার নয়,রাত জাগা প্যান্ডেল হপিং।
প্লেটে জোড়ায় জোড়ায় ইলিশ কই -মিষ্টি দই
আনমনে মিডলাইফ ক্রাইসিস ভুলে থাকার দিন।
আড়চোখে ওঠানামা বারবার ফুটব্রিজ ধরে
সন্ধ্যের ভালোবাসা আড়াল করেছে থিমপুজো
হারাবার ভয় পেলে,আঙুলে ছোঁয়াছুঁয়ি খেলা চলে
ঠোঁটের চেনা লিপগ্লসে আমার আমিকে খুঁজো॥
সন্ধ্যের ভালোবাসা আড়াল করেছে থিমপুজো
হারাবার ভয় পেলে,আঙুলে ছোঁয়াছুঁয়ি খেলা চলে
ঠোঁটের চেনা লিপগ্লসে আমার আমিকে খুঁজো॥
ফুচকার টকজল হাসে ফাঁকা কফিশপ দেখে
অকেশানাল আবেগে গেছে নতুন পুরোনো ঘেঁটে।
পাঞ্জাবি দাড়ি-কাজল শাড়ি পারফেক্ট ম্যাচ
পুজোর প্রেম-প্রেমের পুজো,বাকিটা পেটে-পকেটে।
অকেশানাল আবেগে গেছে নতুন পুরোনো ঘেঁটে।
পাঞ্জাবি দাড়ি-কাজল শাড়ি পারফেক্ট ম্যাচ
পুজোর প্রেম-প্রেমের পুজো,বাকিটা পেটে-পকেটে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন