-------------------------------------------------------------------------------------------------------------- অনিন্দিতা
কেন কি জানি অনেক প্রশ্ন জেগেছিল,সে চিরকালই আমি একটু বেশিই কৌতূহলী তার জন্য সমস্যা থেকেই যায়। এবারেও তাই তবে কোনো গণ্ডগোল পাকাই নি এই বাঁচোয়া। এক মেলায় গিয়ে বাচ্চা ছেলেকে দেখে যাকে এক কথায় জকি বলে,ডেকে জিজ্ঞেস করলাম।
আমি- এই ভাই শোনো, তোমাদের আর রাউন্ড হবে নাকি?
(দিদি পাশ থেকে বলল -এর সাথেও দরকার?)
ছেলে- নেই হয়ে গেসে। আমাদের এবার পেরাইজ দেবে।
আমি- ঘোড়াই চালাও? আর পড়াশোনা না কর না?
ছেলে- (ঘোড়া থেকে নেমে পড়লো শটাং)
পড়তি পারি নি গো, আমার বাপ তো খুব গরীব আমায় পড়াতি পারবেনি বলে দেচে। তাই মালিকের কাছে বেচে দেচে ১ বচ্চরের জন্যি পাঁয় (৫) হাজার পাঁয়স্স(৫০০) দে।
আমি- ওমা আর ১ বছর গেলে? মালিক খেতে দেয়? কোথায় থাকো? একা?
ছেলে- এক বচ্চর গেলে অন্য মালিক খুইতে(খুঁজতে) হবে, খেতি দিবে নি কেন ২ বার খেতি দেয় বাপ তো পারতুনি তবে কায়বায়(কাজবাজ) বেশি থাকলে উতে কিছু হয় না কো দিদি। আমার মতো ছেলে আরো ২টো আছে আমরা ওই ঘোড়া দের সাথেই থাকি। আমি আসতিছি পেরাইজ দিলো বলে। মাল খাওয়াবে বলেছে। তবে ঘোড় দৌড় থাকলে মাল না খেলি ঠিক ঘোড়া ছোটে নাকো তাই একটু চুল্লু খেয়েসিলুম বটে।
আমি- সেকি এই বয়েসে মদ খাও? মানে খাওয়ায়?
ছেলে- (ঘোড়া তে উঠে যেতে যেতে বলল পিছন দিকে তাকিয়ে)
মালিক বলেচে মদ্দ হয়ে উঠতি, মাল না খেলে মদ্দ কেমনে হব?
(আমি আমি সত্যিই একটু অবাক পরে অনেক খেয়াল এসেছিল প্রশ্ন করার সে আর কই?)
তবে "মদ খেয়ে মদ্দ" হওয়ার কথাটা আমার গেঁথেই গেল....
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন