অনিকেত: শহরে অনেকদিন শিলাবৃষ্টি হয় না
লেখিকা: শহরে এত ইঁট-কাঠ-বালি-পাথরের ভীড়, এরপরেও তুমি বৃষ্টিতেও পাথর খুঁজছো???
অনিকেত: (খানিক চুপ করে)
মেট্রোর ছাদ গলে শিল পড়ে না
মেট্রোর ছাদ গলে শিল পড়ে না
লেখিকা: ছাদের কোণে গাছ লাগাবো এবারের বর্ষায়...
অনিকেত: ফুল চাও না ফল???
লেখিকা: কোনোটা কি কোনোটা বাদ দিয়ে হতে পারে???
অনিকেত: হু, হয়তো..
তবে গোলাপ, বিফল মনোরথ একজন..
তবে গোলাপ, বিফল মনোরথ একজন..
লেখিকা: গোলাপ চিরকালের অপছন্দের আমার
অনিকেত: তবে কৃষ্নচূড়া??
লেখিকা: মন্দ নয়,
ছাদের নীচে হলেও খারাপ হবে না,
লাল আসবে, সবুজকে সাথে করে।
ছাদের নীচে হলেও খারাপ হবে না,
লাল আসবে, সবুজকে সাথে করে।
অনিকেত: চঞ্চল প্রেমিকা তোমার মতো
লেখিকা: এখন সময় পাও এত ভাবতে??
অনিকেত: (হাসতে হাসতে, হঠাৎ করে শান্ত হয়ে) চাকরীটা আমি ছেড়ে দিয়েছি মেঘনা
লেখিকা: পেট চলে কি করে তবে কাপুরুষের ভীড়ে উত্তম পুরুষের??
অনিকেত: হাওয়ার সাথে ভাবনা খেয়ে,
ছবি এঁকে...চলে তো যায়, থমকে তো কিছুই থাকে না
ছবি এঁকে...চলে তো যায়, থমকে তো কিছুই থাকে না
লেখিকা: সঙ্গী??
অনিকেত: আমাকে নিয়ে লেখা যতরাজ্যের উদ্ভট কবিতা তোমার
লেখিকা: আচমকা আমার লেখা ফুরিয়ে গেলে??
অনিকেত:(চশমা খুলে, আবার পরতে পরতে)
অবসরে দুর্বলতা খুঁজবো, ভালোবেসে তোমায় একশব্দ অভিশাপ না দিতে পারার দুর্বলতা..।।
অবসরে দুর্বলতা খুঁজবো, ভালোবেসে তোমায় একশব্দ অভিশাপ না দিতে পারার দুর্বলতা..।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন