“ আমি ভেবেছিলাম যে অভিনেত্রী হব, হতেই
হবে! অন্য কিছু করব না।‘’ কথাটার মধ্যে যেমন একটা জোড় আছে, যেমন একটা আত্মবিশ্বাস আছে
ঠিক তেমনি একটা ভালবাসাও লুকিয়ে আছে। অভিনয়ের প্রতি চূড়ান্ত একটা টান আছে, হয়ত
এটাই সফল হওয়ার মন্ত্র। অভিনেত্রী কোয়েল
সঞ্চারীর সঙ্গে কথা বলতে বলতে মনেই হল না যে উনি একজন এত সফল অভিনেত্রী। উপরন্তু
মনে হল, একজন অতি সাধারণ মানুষ, যিনি কিনা এখনও নিজেকে ‘ স্ট্রাগেলার’ বলতেই
ভালবাসেন।
আজকেই মুক্তি পেয়েছে পথিকৃৎ বসু পরিচালিত ছবি ‘
কে তুমি নন্দিনী’! আর এই সিনেমায় ‘ডোনা’ নামক চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। নায়িকার
স্কুল জীবনের বন্ধুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জিজ্ঞাসা করলাম, ‘’ কেমন রেসপন্স
পেলেন?’’ অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ এই তো সবে মুক্তি পেল, একটু সবুর
করুন! তবে সিনেমার কিছু ফিডব্যাক পেয়েছি, যেগুলো বেশ ভাল।‘’
এঁর আগেও অভিনয় করেছেন, রবি কিনাগী পরিচালিত ছবি ‘জামাই
বদল’, হরনাথ চক্রবর্তীর‘ অমর প্রেম’ ছবিতে। এখানেই শেষ নয় তিনি এই মুহূর্তে বাংলা
ধারাবাহিক ‘ গ্যাং স্টার গঙ্গা’তে টুনটুনির ভূমিকায় অভিনয় করছেন। তাছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে, ‘ পটল
কুমার গানওয়ালা’, ‘ গোয়েন্দা গিন্নি’, ‘ দ্বীপ জেলে যাই’, ‘ স্বপ্ন উড়ান’, ‘ গোপাল
ভাঁড়', ' কাজল লতা', ' বিবাহ অভিযান' এবং আরও অনেক। প্রায় ছয় বছর ইন্ড্রাস্টিতে থাকার পরও তিনি কিন্তু একটুও
আপ্লুত নন, উপরন্তু আরও আরও কাজ করে যেতে চান।
থিয়েটার দিয়ে তাঁর অভিনয়ের হাতেখড়ি,। পাশাপাশি নাচের অভ্যসেটা তাঁর ছিল এবং তারপরে এদিক-ওদিক অডিশন
দিয়ে একেবারে ক্যামেরার সামনে। আটপৌরেকে তিনি জানালেন যে, ‘’ মুম্বই গিয়ে কাজ করার
ইচ্ছে আছে, তবে আর একটু পায়ের মাটিটাকে শক্ত করতে চাই। অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি,
আমার সবটুকু বলতে মা, তাই অন্য কোথাও যাওয়া হয় না।‘’প্রেমের ব্যাপারে জানতে চাওয়ায় অভিনেত্রী হাসতে হাসতে জানালেন, ‘’ সব কি এখনই
বলে দিতে হবে? একটু সবুর করুন!’’
( সাক্ষাৎকার- আদিত্য ঘোষ
ছবি- সংগৃহীত)
Ami chai tumi jibane anek bsro hao success pao.A make kintu bhulo na.
উত্তরমুছুনAmi Mitali mask.
উত্তরমুছুন