বাংলার সুন্দরী নায়িকাদের যদি একটি তালিকা করা যায় তাহলে প্রথম সারিতে যে নামগুলো
আসবে, তার মধ্যে কিন্তু অন্যতম অভিনেত্রী
রূপসা মুখোপাধ্যায়। একটি ওড়িয়া ছবি দিয়ে তিনি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন, তারপর
বাংলা ধারাবাহিক এবং সিনেমা। তবে এই প্রথম বাংলার বড় ব্যানারে আত্মপ্রকাশ ‘ কে
তুমি নন্দিনী’ দিয়ে। অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় ওরফে নন্দিনী ইতিমধ্যেই তাঁর
অভিনয় দক্ষতার প্রশংসা কুড়িয়েছেন। পথিকৃৎ বসু পরিচালিত ‘ কে তুমি নন্দিনী’ রিলিজ
করার পর থেকেই রূপসা মুখোপাধ্যায় কিন্তু একেবারে স্পটলাইটের নীচে।
চার বছরের কেরিয়ারে তাঁর ঝুলিতে রয়েছে, ‘
ভালবাসা ভালবাসা’, ‘ এসো মা লক্ষ্মী’-এর
মতো বাংলা ধারাবাহিক। শুধু তাই নয়, ইতিমধ্যে
সেই তালিকায় যুক্ত হয়ে গেছে এসভিএফ প্রযোজিত ছবি ‘ কে তুমি নন্দিনী’।
ছবির প্রসঙ্গে তিনি
জানালেন, ‘’ এর মধ্যেই বেশ ভাল ফিডব্যাক পেয়েছি। শুনলাম তো কয়েকটা শো একেবারে
হাউসফুল গেছে।‘’ অভিনেত্রীকে একটু থামিয়ে জিজ্ঞাসা করলাম, ‘’ এই ছবিতে বনির সঙ্গে
কাজ করার অভিজ্ঞতা কেমন ?’’
রূপসা হাসতে হাসতে জানালেন, ‘’ বেশ ভালই। বনি আমার খুব
লেগপুল করত! কিছু হলেই পরিচালকের কাছে আমি বকা খেতাম। হয়ত বনি লেটে এসেছে অথচ বকা
খাচ্ছি আমি।‘’
একটু থেমে তিনি আরও জানালেন, ‘’ কিন্তু সবাই খুব সাহায্য করেছে।
পথিকৃৎ আমাকে প্রত্যেকটা সিন খুব ভালভাবে বুঝিয়ে দিত, প্রয়োজন পড়লে তো অভিনয় করে
দেখিয়েও দিত। একবার আমি একটা শটে পড়ে গিয়েছিলাম, তারপর দেখি সবাই হাসছে! পথিকৃৎ
বলল ‘যাও, অভিনেত্রীর জন্য একটা অ্যামবুলেন্সের ব্যবস্থা কর। ‘’ হাসতে হাসতে তিনি
জানালেন, ‘’ কাজটা করতে বেশ মজা পেয়েছি।‘’
অভিনেত্রীকে জিজ্ঞাসা
করলাম, ‘’ এরপর প্ল্যান কী? মুম্বই ?’’ রূপসা জানালেন, ‘’ না না! আগে একটু আরও
অভিজ্ঞতা জোগাড় করি, আরও কাজ করি তারপর ভাবব। আমার সাউথের ছবি করার ইচ্ছে আছে। তবে
আপাতত কিছুদিন ছুটি চায়!‘’
রূপসাকে জিজ্ঞাসা করলাম,
‘’ এই যে সোশ্যাল মিডিয়ায় সিনেমা, সিরিয়াল নিয়ে ট্রল হয়, এগুলো আপনি সাপোর্ট করেন
?’’ তিনি হাসতে হাসতে বললেন, ‘’ আমি চাই আমাকে নিয়ে ট্রল হোক। এগুলো খুব এনজয় করি।‘’
অভিনেত্রীর পছন্দ পাহাড়।
তিনি আটপৌরেকে জানালেন যে, ‘ সুইজারল্যান্ড যাওয়ার খুব ইচ্ছে! ওটাই আমার সবচেয়ে
ফেভারিট ডেসটিনেশন। তবে এই বছরের শেষে হয়ত বালি যাব।‘’
প্রেম প্রসঙ্গে জানতে
চাইলে তিনি একটু দীর্ঘশ্বাস ছেড়ে জানালেন, ‘’ আপাতত কেউ নেই। কাজে ফোকাস করতে চাই।‘’
আবার জিজ্ঞাসা করলাম, ‘’ মনের মানুষটি কেমন হবে ?’’ তিনি জানালেন, ‘’ লয়াল হলেই
চলবে। অন্তত সে যেন আমাকে বুঝতে পারে।‘’
ছবি- সংগৃহীত)
LOVE U RUPSHA....................
উত্তরমুছুন