ইদানীং বাংলা ফিল্ম ইন্ড্রাস্টিতে মেকআপ আর্টিস্টদের
নিয়ে সিনেমা বানানোর তাগিদ লক্ষ্যনীয়। সিনেমা জগতের সঙ্গে যারা যুক্ত তারা সবাই
কিন্তু স্পট লাইটের নীচে থাকার সুযোগ পায়না এবং দিনের শেষে সেইসব মানুষগুলো কোথায়
যেন হারিয়ে যায় অথচ তারা না থাকলে হয়ত এই পুরো ইন্ড্রাস্টির ঘাটতি থেকে যেত।
ঠিক তেমনি নবাগত পরিচালক অর্পণ বসাকের ভাবনায় আবার ফুটে উঠেছে আর একজন মেকআপ আর্টিস্টের
গল্প- ‘প্রতিফলন’। একটি ছেলে মেকআপ আর্টিস্ট হতে ছায়!
তাও আবার একজন গ্রামের ছেলে। হ্যাঁ, ব্যাপারটা একটু ভাবতে কষ্ট হতে পারে। একজন
ছেলে মেকআপ আর্টিস্ট হতে চায়- গ্রামের দিকে এখনও এই ব্যাপারে নাক উঁচু ভাব থাকলেও
শহর কিন্তু এসবের বালাই করে না! তবে এই বিষয়টা নিয়েই পুরো গল্পটা গড়ে উঠেছে।
সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুপ্রতিম সাহা, যার পর্দায় নাম আর্য! শুধু
তাই নয় তিনি সিনেমার প্রযোজকও।এছাড়াও এই সিনেমাটিতে দেখা যাবে নবাগতা সায়ন্তনী দেবকে, যিনি সিনেমায় রিমির চরিত্রে অভিনয় করেছেন।
পরিচালকের কথা অনুয়ায়ী, এই রিমি একসময় আর্যের ‘অক্সিজেন’ হয়ে উঠবে। যখন
সবকিছু আরজের বিপরীতে চলে যায়, তাঁকে এক ঘরে করে দেওয়া হয় সেই সময় এই রিমিই তাঁর
সঙ্গে থাকবে। ইতিমধ্যে এই সিনেমার শুটিং চলছে। কলকাতা এবং মুর্শিদাবাদের বেশ কিছু
অংশ জুড়ে রয়েছে এই সিনেমার প্লট। আগামী বছরের শুরুর দিকেই হয়ত বানিজ্যিক ভাবে
মুক্তি পাবে সিনেমাটি। তবে গত ১ এপ্রিল এই সিনেমার পোস্টার লঞ্চ হয়েছে ফিউচার
ইন্সটিটিউড অফ ইঞ্জিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে। এই সিনেমাটি নিয়ে পরিচালক নিজেও যেমন আশাবাদী তেমনই
সমস্ত কলাকুশলীরাও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন