সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

charminar পর্ব--4

------------------------------------------------------------------------------------------------------------------------#ঐশী

Abir Sen.
Jadavpur University.
Electrical Engineering.
Batch:2013-2017 

Rachita Ray.
Lady Brabourne College.
History Honours.
Batch:2013-2016

North Bengal -র ছেলে আবির পড়াশুনোর সূত্রে কলকাতায় flat নিয়ে থাকে।খুব সাধারণ,পড়াকু,শান্ত,নম্র,সরল,কথা বলতে ভালোবাসে আর খাদ্যরসিক।সাথে আঁকাআঁকি,অল্প লেখাজোখা,photo তোলা আর অন্ধ ফুটবল প্রেম।

রচিতা থাকে Garia -র কাছাকাছি।কিছু ক্ষেত্রে দুজনের মিল থাকলেও বেশিরভাগই অমিল।রচিতা জেদি,একগুঁয়ে,স্বাধীনচেতা আর বদমেজাজি।বাড়িতে থেকে পড়াশুনো করলেও সারাক্ষণ-ই বন্ধুবান্ধব,আড্ডা,পার্টি,মজা,হই-হুল্লোর নিয়ে মেতে থাকে।বাবা-মা এর একমাত্র সন্তান হওয়ার side effects আরকি।

ওদের যোগাযোগটা Facebook ঘটালেও প্রেমটা ঠিক কী করে ঘটলো বা কে ঘটালো তা উপরওয়ালাই জানেন।কিন্তু কথায় আছে “Opposite Attracts”...এক্ষেত্রে বোধহয় সেরকমই কিছু ঘটেছিল।

যাইহোক এই যুগল তাদের প্রেমপর্বে কলকাতার কোনো জায়গা বাকি রাখেনি ঘুরতে আর কোন বিষয় বাকি রাখেনি ঝগড়া করতে।
Barecelona to Real Madrid,

Salman to SRK,

সবই এদের ঝামেলার অন্তর্গত।

মাসের মধ্যে ২১ দিন ঝামেলা বলা ভালো break up আর ৯ দিন প্রেম ।যদিও অধিকাংশ ক্ষেত্রে ঝামেলার সূত্রপাত রচিতা করেছে এবং বলাবাহুল্য আবির মানিয়ে চলতো।তবে হ্যাঁ দুজনের মধ্যে ভালোবাসা অগাধ।

রচিতা কখনো ভাবেনি তার জীবনে প্রেমটা এতো seriously কখনো আসবে।যে মেয়েটার আজ একে ভালোলাগে তো কাল আর একজনকে,তার জীবনে ভালোবাসা আসতে পারে সেটা ভাবনার বাইরে।তবু ওই যে উপরে একজন আছেন,তিনি সবটাই দেখছেন আর তিনিই তো পুরোটা সাজিয়ে রেখেছেন।

বিবেকানন্দ পার্কের ফুচকা হোক কিংবা    অনাদির কেবিনে মোগলাই-সবই এদের নখদর্পনে।Sudden Lunch অথবা Dinner dates-এ ও যেমন গেছে তেমন কোন কোন সন্ধে ঢাকুরিয়া লেক অথবা দক্ষিণাপণে বসে just চা আর cigarette অথবা শুধুই বাদামভাজা।

প্রেমের উঠতি পথে শীতকাল,নন্দন,ময়দান,ভিক্টোরিয়া,Red Road,Pricep Ghat,Endless Walks,সন্ধ্যে নামার মুখে হঠাৎ ঠোঁটেদের এক হওয়া-সবকিছুই অনুঘটকের মতোন কাজ করে।আবির-রচিতার ক্ষেত্রেও তেমনটাই।হঠাৎ  হঠাৎ plan,আড্ডা,বেরিয়ে পড়া-এসবে এদের জুড়ি মেলা  ভার।

দুজনের চূড়ান্ত অমিল থাকলেও এককথায় বলা যায় কলকাতা তাদের কাছাকাছি এনেছিল।এইসবকিছুই,এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোই তাদেরকে এক করেছিল।সম্পর্কটা জোরালো করেছিল।

আবির আর রচিতার মধ্যে কোথাও বোধহয় প্রেমের চেয়েও বন্ধুত্বটা অনেক অনেক অনেকটা গভীর।বলা ভালো soulmates.দুজনেই প্রতিনিয়ত একে অপরকে তুলে ধরার প্রক্রিয়া চালিয়ে যায়।
রচিতা একদিকে যেমন আবিরকে বলে চলে ঠিক কোন জামাটায় তাকে মানাবে,কোন deo টা use করা উচিত বা কীভাবে look change করবে;অন্যদিকে আবির ঘন্টার পর ঘন্টা রচিতার পরীক্ষার আগে রচিতার মুখস্ত করা পড়া ফোনে শুনে চলে,রাত জাগতে থাকে রচিতার সাথে।সম্পূর্ণ আলাদা subject হওয়া সত্বেও আবির আর রচিতা একে অপরের বিষয়ের terms গুলোর সাথে used to হয়ে যায়।

তো এই দুবছরে(২০১৪-২০১৬) দুজনের জীবনের ঘটনার সংখ্যা অসংখ্য।তাই বলতে গেলে শেষ করা সম্ভব না আর সাথে বাকিটা ব্যক্তিগত ।

কিন্তু যাইহোক ওই যে “সময় বহিয়া যায়,নদীর স্রোতের প্রায়”।এক্ষেত্রেও তার অন্যথা হয়নি।সময় গেছে,ওরা বড়ো হয়েছে,কিন্তু পরিণত হয়নি।তাই ঝগড়া-ঝামেলা হলেই দুজনেই হাল ছেড়ে বসে থাকতো।আবার কিছুদিন পর বরফ গলে জল হতো।তবু ওই ভালোবাসা-সেটা একদম অটুট।কিন্তু কোথাও একটা যে সুর কাটা শুরু হয়ছিল অনেক গভীরে,তা ওদের জানা ছিলনা।

“২০১৬,নবমীর সকাল।”
সাধারণ কথা বলতে বলতেই কথা কাটাকাটি,তর্কাতর্কি।
আর তা থেকেই চরম ঝগড়া।
দুজনেরই পরিণত না হয়ে ওঠার ফলাফল হিসাবে তাদের এই রাগ,যেদ,অভিমান তিনমাস তাদেরকে দূরে করে রাখে।তবু ওই “ভালোবাসা”-আরও একবার প্রমাণ করলো তার স্বতন্ত্রতা।

ফলস্বরূপ,”১৮ ই ডিসেম্বর,২০১৬,রবিবার...”

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভূতে ভয় পেলেও, ‘ সেক্সি ভূত’-এর চরিত্রে অভিনয় করতে ভয় পাননি সায়ন্তনী

টলিউড ডিভা সায়ন্তনী গুহঠাকুরতা ডেবিউ করে ফেললেন দক্ষিণী সিনেমায়। যদিও কিছুদিন আগেই তিনি আটপৌরেকে সে ব্যাপারে জানিয়েছিলেন। কিন্তু সম্প্রতি এই হোলিতে সিনেমাটি রিলিজ করার পর থেকেই তিনি খবরের শিরোনামে। যদিও তার কারণ, তিনি এই প্রথম একটি ভূতের চরিত্রে অভিনয় করেছেন। শুধু তাই নয়, একটি ‘ সেক্সি’ ভূতের চরিত্রে এবং তাঁকে নিয়েই গল্পটা গড়ে উঠেছে।  সিনেমার নাম, ‘ চিকাটি গাডিলু চিঠাকোটুন্ডু’। তেলেগু সিনেমায় কাজ করে বেশ উচ্ছ্বসিত সায়ন্তনী। এখানেই শেষ নয়, তেলেগু ইন্ড্রাস্টির ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তাঁদের কাজের ধরন তাঁর বেশ পছন্দ হয়েছে । ইতিমধ্যে আরও একটি দক্ষিণী সিনেমার প্রস্তাবও পেয়েছেন বলে জানা গিয়েছে। গল্পটিতে দেখা যায় দুই যুগল জুটি ছুটি কাটাতে গিয়ে আটকে যায় একটি ভৌতিক বাড়িতে।  সেখানে তারা একটি সেক্সি ভূতের পাল্লায় পরে। তারপর গল্প আস্তে আস্তে অন্যদিকে মোড় নেই।  সায়ন্তনী আটপৌরেকে জানালেন , ‘’ আমাকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় মেসেজ করে এই সিনেমার ব্যাপারে জানিয়েছেন! তাঁদের আমার চরিত্রটাও ভাল লেগেছে।‘’ ‘’ আপনাকে কেউ যদি রিয়েল লাইকে সেক্সি বলেন, সেটা আপনি কীভাব...

হেমন্তের উষ্ণ পরশ মিশিয়ে তালমায় ফিরল রোমিও জুলিয়েট, ঠোঁটে ঠোঁটে ' ফুল বডি রিলাক্স'

  আদিত্য ঘোষ, কলকাতাঃ বাংলার রোমিও জুলিয়েটরা দর্শককে রাত জাগিয়ে ওয়েব সিরিজের প্রতিটা পর্ব দেখতে বাধ্য করেছে। শুধু তাই নয়, দুই নবাগত অভিনেতা অভিনেত্রী  বাংলা সিরিজের মুখ্য চরিত্র হয়ে উঠেছে। বাংলা বাজারে ভাল সিনেমা বা ওয়েবের কদর আরও একবার চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছে পরিচালক অর্পণ গড়াই। ক্যামেরার পিছনে এবং সামনে আরও একবার উজ্জ্বল ভূমিকার অবতীর্ণ হয়েছেন বাংলা সিনেমার  'ডন' অনির্বাণ ভট্টাচার্য। তবুও তালমার রোমিও এবং জুলিয়েট যথাক্রমে দেবদত্ত এবং হিয়া বাঙালি দর্শক মননে মিষ্টি প্রেমের উপাখ্যান হয়ে থেকে যাবে চিরকাল। যেখানে একটা সহজ সরল প্রেমকে স্রেফ টুকে দেওয়া হয়েছে সিনেমার পর্দায়। কোনও বাড়তি অলঙ্করণ নেই। কোনও উপমা-উপঢৌকন নেই। স্রেফ জীবনকে পর্দায় দেখালে যেমন মনে হয় ঠিক সেইরকম।  অভিনেতা দেবদত্ত রাহার হাতেখড়ি থিয়েটারের অভিনয় দিয়ে। তবে এই মুহূর্তে তিনি মঞ্চ থেকে বহুদূরে। তিনি আটপৌরেকে ফোনে জানালেন যে, ' থিয়েটার ছেড়েছি প্রায় তিন বছর, এখন বড় পর্দায় কাজ করার জন্য মুখিয়ে আছি। বেশ কিছু সিরিয়ালের প্রস্তাব পেলেও এই মুহূর্তে সিনেমা বা ওয়েব সিরিজের অভিনয়ের জন্যই ফোকাস করছি।' মফঃস...

রোগ চিনে নেওয়ার বিভিন্ন উপায় বাতলে দিচ্ছেন ডাক্তার সোমনাথ বিশ্বাস

হৃদয়ঘটিত বিভিন্ন রোগের অশনিসংকেত বুঝবেন কী করে-( পর্ব ১) খাই খাই বাঙালির বুকে ব্যথা হবে না, এও কি সম্ভব? যুগে যুগে বাঙালি জাতি নিজেরাই ডাক্তারি করে মোটামুটি বুঝে নিয়েছে বুকে একটু-আধটু ব্যথা মানেই ওটা গ্যাসের সমস্যা। আসলে বাঙালি জাতি এটা মানতেই অস্বীকার করে যে বুকে ব্যথা হৃদয় ঘটিত বিভিন্ন কারণে হতে পারে। সেটা অনেক সময় হার্ট এট্যাক এর লক্ষণও হতে পারে। উঁহু, অযথা ভয় পাওয়ার জন্য নয় এই লেখা নয়। উপরন্তু এই লেখা শুধুমাত্র একটা প্রাণ বাঁচানোর জন্য। তবে ডাক্তার বাবু বিশ্বাস মহাশয় কফি খেতে খেতে কহিলেন, " আধুনিক জীবনে আমি একটা স্মার্ট ওয়াচ ব্যবহার করতে পারলে, বুকে হঠাৎ ব্যথা হলে একটা ইসিজি করিয়েও দেখতে পারি। আমরা যদি বুকে ব্যথা ব্যাপারটা চেপে যায় তাহলে আর কি আধুনিক হলাম, তাহলে চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতি হয়ে লাভ কোথায়?" কফির কাপে চুমুক দিয়ে ডাক্তার বিশ্বাস আরও জানালেন যে, " আমাদের বুঝতে হবে চিকিৎসা বিজ্ঞান অনেকটা এগিয়েছে, তার সঙ্গে আমাদেরও এগোতে হবে। বুকে ব্যথা মানেই গ্যাস এবং সঙ্গে সঙ্গে একটা গ্যাসের ওষুধ খাওয়া মানেই সমস্যার শেষ এটা ভাবা একদমই বুদ্ধিমানের কাজ হবে না।" একটু...