কে এই রহস্যময়ী ? - অনিন্দিতা
ক্যাটরিনা ক্যায়েফ-এর এতো দিনের থেকেও বেশি এক্সপ্রেশন দুমিনিটের ভিডিও তে দেখিয়েছে কলেজের প্রথমবর্ষের ছাত্রী প্রিয়া- এমন টাই নাকি বলছে আর পাঁচ টা সাধারণ লোক।
ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার কিংবা হোয়াটস অ্যাপ স্টোরি রাতারাতি সেলেব্রিটি বানিয়ে দিল প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার কে। মাত্র দুদিনে মুখ মুখে এক নাম গানের ভাষা দুর্গম তাতে কি? কুছ পরোয়া নেহি হাম তো ঠ্যাহেরে আশিক তুমহারে।
মূলত একটি মালায়াম সিনেমার ছোট্ট একটি গানের দৃশ্যে দেখা গিয়েছে প্রিয়া কে, সিনেমার নাম "ওরু আদার লাভ"-মুক্তি পাচ্ছে ৩রা মার্চ। বিশেষত একটি টিনেজার প্রেম কেই তুলে ধরা হয়েছে গানটিতে তবে তাতে চাঁদ বসিয়েছে প্রিয়ার এক্সপ্রেশন চোখের ভঙ্গিমা রাতারাতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে একদিকে যেমন একদম ভক্তের ভিড় তেমন অন্যদিকে নিন্দুক ও। কিছু পুরোনো মেকাপ ছাড়া ফোটো কিংবা স্কুলে মেকাপ নিয়ে সমালোচনা কিংবা দুল নিয়েও সমালোচনা কিছু তেই পিছিয়ে নেই কেউ।
তবে তাতে কি? নিন্দুকরা তো বলবেই, এগিয়ে যাবে প্রিয়া, বুড়ো আঙুল দেখিয়ে -এমন টাই বলেছে বছর ১৯ -এর "ওরু আদার লাভ"-এর নতুন অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন