---------------------------------------------------------------------------------------------AISHEE
অ্যালার্ম টা বাজতেই লাফিয়ে উঠলো ডোডো।
সকাল:৭টা।দিব্যি দেখছিল স্বপ্নটা...কিন্তু মাঝপথে এই অ্যালার্ম।আবার সেই অফিসে ছোটা।একটাই বাঁচোয়া আজ শুক্রবার।কাল-পরশু দুদিন ছুটি।কোনরকমে লেপের তলা থেকে বেরোলো ডোডো।এই ঠান্ডায় লেপ ছাড়াটা রীতিমতো টর্চার।তার উপর দিল্লী তে ডিসেম্বর-র ঠান্ডা।ডোডো ওরফে স্বপ্নিল গাঙ্গুলি লাস্ট পাঁচবছর দিল্লী তে একাই থাকে।দুবছর চাকরির জন্য পড়াশুনো আর পরীক্ষা।তিনবছর চাকরি।এখন ইনকাম ট্যাক্স-র বেশ উঁচু পোস্টেরয়েছে।স্বপ্নিল কসবার ছেলে।প্রথমে দিল্লী পাবলিক স্বুল।তারপর প্রেসিডেন্সি থেকে গ্র্যাজুয়েশন।পড়াশুনোয় বরাবরই বেশ ভালো।ফুটবল-এ অন্ধ প্রেম।কলেজের টিমে চিরকালই প্রথম সারিতে।শুরু স্কুল থেকেই।বাবা-মা এর একমাত্র সন্তান স্বপ্নিল।ব্রাশটা মুখে নিয়েই ওভেনে কফির জল চাপালো ডোডো।সকালে ব্রেকফাস্ট করেই অফিসে বেরোয়।একা একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে।মা-বাবা মাঝে মাঝেই এসে কয়েকদিন করে থেকে যায়।ডোডোর বাবা অধ্যাপক ছিলেন।কয়েকমাস হলো রিটায়ার করেছেন।মা হাউজ ওয়াইফ।ছোটবেলা থেকেই খুব আদুরে ডোডো।তাই দিল্লীতে এসে একা সবটা সামলানো বেশ চাপের।যদিও এখন অনেকটাই অভ্যেস হয়ে গিয়েছে।
অ্যালার্ম টা বাজতেই লাফিয়ে উঠলো ডোডো।
সকাল:৭টা।দিব্যি দেখছিল স্বপ্নটা...কিন্তু মাঝপথে এই অ্যালার্ম।আবার সেই অফিসে ছোটা।একটাই বাঁচোয়া আজ শুক্রবার।কাল-পরশু দুদিন ছুটি।কোনরকমে লেপের তলা থেকে বেরোলো ডোডো।এই ঠান্ডায় লেপ ছাড়াটা রীতিমতো টর্চার।তার উপর দিল্লী তে ডিসেম্বর-র ঠান্ডা।ডোডো ওরফে স্বপ্নিল গাঙ্গুলি লাস্ট পাঁচবছর দিল্লী তে একাই থাকে।দুবছর চাকরির জন্য পড়াশুনো আর পরীক্ষা।তিনবছর চাকরি।এখন ইনকাম ট্যাক্স-র বেশ উঁচু পোস্টেরয়েছে।স্বপ্নিল কসবার ছেলে।প্রথমে দিল্লী পাবলিক স্বুল।তারপর প্রেসিডেন্সি থেকে গ্র্যাজুয়েশন।পড়াশুনোয় বরাবরই বেশ ভালো।ফুটবল-এ অন্ধ প্রেম।কলেজের টিমে চিরকালই প্রথম সারিতে।শুরু স্কুল থেকেই।বাবা-মা এর একমাত্র সন্তান স্বপ্নিল।ব্রাশটা মুখে নিয়েই ওভেনে কফির জল চাপালো ডোডো।সকালে ব্রেকফাস্ট করেই অফিসে বেরোয়।একা একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে।মা-বাবা মাঝে মাঝেই এসে কয়েকদিন করে থেকে যায়।ডোডোর বাবা অধ্যাপক ছিলেন।কয়েকমাস হলো রিটায়ার করেছেন।মা হাউজ ওয়াইফ।ছোটবেলা থেকেই খুব আদুরে ডোডো।তাই দিল্লীতে এসে একা সবটা সামলানো বেশ চাপের।যদিও এখন অনেকটাই অভ্যেস হয়ে গিয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন