একটি সন্ধ্যা, কবিতায় অনবদ্য অনন্যা
এই প্রজন্মের যে সমস্ত শিল্পীরা বেশ সুনামের সাথে বাচিক শিল্পের চর্চা করে চলেছেন, অনন্যা গঙ্গোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম। তারই পরিচালিত প্রতিষ্ঠান বেলঘড়িয়া বৈতানিক এর পরিবেশনায় একটি সন্ধ্যা "কবিতার জন্য"। গত ১১ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো কামারহাটি নজরুল মঞ্চে। অনুষ্ঠানে বৈতানিক এর সদস্যদের দ্বারা পরিবেশিত “মঙ্গলাচরণ”, “তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম”, “লালকমল ও নীলকমলের গপ্পো” উপস্থিত সকল শ্রোতার নজর কাড়ে।
তবে সবথেকে উল্লেখযোগ্য ছিল অনন্যা'র এর একক আবৃত্তির পরিবেশনা। ক্লাসিক কবিতার পাশাপাশি আধুনিক কবিদের একগুচ্ছ কবিতার ডালি নিয়ে অনন্যার উপস্থাপনা ছিলো অনবদ্য। আগামী দিনে আবৃত্তিশিল্পের জগতে "অনন্যা" যে একটি অন্যতম নাম হয়ে উঠবে তা তার এদিনের পরিবেশনা থেকেই স্পষ্ট বোঝা যায়। তার পরিবেশনা গুলির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের 'প্রথম পূজা' আর প্রেমেন্দ্র মিত্রের 'নীলকণ্ঠ' বিশেষ প্রশংসার দাবী রাখে।
ইতিপূর্বে একটি প্রতিযোগিতার মাধ্যমে বৈতানিক আগামীদিনের সেরার সেরা বাচিক শিল্পী বেছে নিয়েছিল। এদিন তার হাতে নিজের গুরুর নামাঙ্কিত "অমিতাভ বাগচী স্মৃতি পুরষ্কার" তুলে দেন অনন্যা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সুরকার ভোলানাথ মুখোপাধ্যায়, কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা, আবৃত্তিকার বিশ্বনাথ পাল, আবৃত্তিকার শ্রীমতি চন্দ্রিমা চক্রবর্তী এবং আরও অনেক বিশিষ্ট গুনীজনেরা।সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন তমাল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন