----------------------------------------------সৌগত চ্যাটার্জি
অঙ্কে আমি খুব কাঁচা, ক্লাস ইলেভেনে দিলিপ স্যার একবার
কানটা জোরে মুলে বলেছিলেন, ‘তোর দ্বারা অঙ্ক হবে না।’সারাটা শরীর
কিড়মিড় করে উঠেছিল, লোকটা বলে কি, মাধ্যমিকে নব্বই পাওয়া ছেলেটা অঙ্ক জানেনা।
দিলিপস্যার যে ভুল বলেননি বুঝলাম গল্প লিখতে বসে।খেটে খুটে
একটা মালকে দাঁড় করালাম উত্তর এল,‘ভালো লাগেনি।’
দুঃখ লাগেনি, বেশ আনন্দের সঙ্গে কয়েকটা ক্যানভাস এনে ছবি
আঁকলাম, তারপর একটা চিত্র প্রদর্শনিতে দেখা হল।নমস্কার জানিয়ে গল্পের কথা জিজ্ঞেস
করতেই বলল, ‘অঙ্কটা মিলছেনা, এখন খুব জটিল, সব নির্মেদ।’
-তারমানে কি উলঙ্গ?
-না, ততটা নয়, তবে পোশাকটা নেই?
-নগ্ন?
-হ্যাঁ, ঐ একটা ফিতে থাকবে, আর ওটাই লোক টানবে।এখনতো কিছু
মাখামাখা নেই।সব ঝুরো ঝুরো।
-বুড়ো?
-কি বললেন?
-না মানে, শিখতে শিখতেই বুড়ো হয়ে যাবো।তবে একটা প্রশ্ন
করব?একে গল্প কেন বলব, এটা তো একটা নগ্ন শরীর মাত্র।
-আকাশ দেখেছেন? অনেকে ক্যানভাস ভাবে।
-এখন বেশির ভাগ নীল আকাশের বদলে নীল ছবি দেখে।
-আপনার দ্বারা হবেনা, আগেই বলেছি তো।
-এটাই শেষবার একটু বলুন, প্লিস রাগ করবেন না।আচ্ছা আমি বলছি
শুনুন, এখন গল্প কিন্তু গল্প নয় তাই তো?
-ঠিক।অনেকটা মোহের মত, কিছুসময় একটা আবেশ, ঐ বিদ্যুতের
চুম্বক যেমন, যতক্ষণ বিদ্যুত ততক্ষণ সব, বুঝলেন তো।
-তারপর কেজিদর?
-আপনাকে কোনো গল্প পাঠাতে হবে না।আরো অনেক গল্পকার আমাদের
পত্রিকাতে লেখার জন্য লাইন বসে দিয়ে আছে।
-আমিও তো দাঁড়িয়ে আছি।
-আপনাকে তো আমি লিখতে বলিনি।
-সভাতে আমিও তো ছিলাম।
-কুকুর গরুও তো ছিল।
-আপনি কিন্তু সেদিন বলেননি গল্পে, গল্প থাকলে হবে না, শুধু
শক্ থাকতে হবে। পাঠক মানে গোষ্ঠী মানে যাদের গল্প না গল্প, কবিতা না কবিতা, আপনারা
পাছান সরি ছাপান তারাও তো শক্ খাবে।
-আপনি বড় বাজে বকেন, একটা সাধারণ গল্প সেখান থেকে যোগ বিয়োগ,
ভাগ কিছুটা গুন করে বেরিয়ে যেতে পারলেই গল্প নেমে অসাধারণ হয়ে যাবে।এর পর যিনি
পড়বেন তিনি ভাববেন।
-তার মানে সবার জন্যে নয়, তাই তো?
-সব বিষয় কি আর সবার জন্যে হয়?
শ্বাস কষ্ট হচ্ছে আমার।সেই দিলিপ স্যার।আরে বাবা বললামই তো
অঙ্কে কাঁচা আমি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন