------------------------------------------------------------------------------------------------------------------. সঞ্জয় ঘোষ
ছোট্টো ছেলের জন্ম সেদিন,
জানি তা বাস্তব, নয় ইতিহাস,
অচেনার মাঝে চিনতে শেখা,
চেনার মাঝে গভীর তল খোঁজা
সবই পিতৃমাতৃদান , নয় ইতিহাস।
লক্ষ্যভেদে ছুটন্ত পরিশ্রমী ঘোড়া,
ঘড়ির কাঁটায় শৃঙ্খলিত হওয়া,
সৎ,বলশালী,বুদ্ধিমান তার শীর্ষপথে
পিতা মাতার ছায়াপথ ধরে।
ছেলের জীবনে নতুন সঙ্গীনী,
সন্তান তার ষষ্ঠ ক্লাসের ছাএ,
বুড়ো-বুড়ির সময় ঘোরে নাতির হাত ধরে,
তবুও তারা বোঝা হয়েছে কেন?
তারা করে না কোনো কাজ,
অর্থধ্বংসের অজুহাতে তাদের ঠিকানা
বৃদ্ধাশ্রমের মাঠ।
ছেলে হয়েছে অনেক বড়ো,
বদলেছে তার ছায়াপথ,
ভালো আছি,আমরা দুজন
এটাই জেনে রেখো।
নাতির জীবনে নতুন সঙ্গীনী,
আমরা হলাম মৃত,
ছেলে বৌমা আজ আমাদের জায়গায়,
ইতিহাস ছায়াপথ বদলে দিল।
ইতিহাস নাকি কথা বলে?
কি, জানি হয়তো বা বলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন