॥বেনামী কবিতা॥
আজ
তোমায় নিয়ে আর আলোচনা হয়না এই শহরে
এখন
তোমার জন্যে কেউ মিছিল করে না,
কেউ
ধর্ণা দেয় না কলেজ মোড়ে,খবরে আদৌ দেখায়?
শেষ
যে বিপ্লবী বেঁচে ছিল,রুখে দাঁড়িয়েছিল;
সেও
আজকাল কবিতা লেখে মুখ লুকিয়ে-'বেনামী কবিতা'
চুন
খসে পড়েছে দেওয়ালে,শুনেছি সাদা চুনকাম হবে;
অনেক
পুরোনো প্ল্যাকার্ড জমেছে ড্রেনের পাশে।
আজ
তোমায় নিয়ে স্টেটাস শেয়ার হয়না কথায় কথায়,
আরেকটা
ক্যাম্পও তোমার নামে রক্তভিক্ষা করেনা।
অস্ত্রপচারে
সরে না ক্ষত,তোমার চোখে অভিমান মানায় না।
শুধু
এপাড়া ওপাড়া দর্জিপাড়া,সেই গলিতেই উৎসব-
সাহসী
হাত অন্ধকারে পথ বদলায়,আঁচড় বসায় গোলার্ধে...
তারা
এখন নতুন করে মাংসপিণ্ড কামড়ে খাচ্ছে দাঁতে...
নিজের
ছাড়ানো খোসায় পায়ে পিছল খাওয়ার ভয়ে।
কোথায়
তোমার অন্ধ প্রেমিক গুলো,তারাও কী আজ মৃত?
ইতিহাস
তোমায় খুঁজে নেবে আরেকটা মেয়ের নিথর লাশ পেলে ॥
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন