চারি দিকে ডেঙ্গুর ফলে হাহাকার, গ্রামে ভাল শিক্ষা ব্যাবস্থা নেই, নেই ভাল পানিয় জল, চারিদিকে যুবকরা বেকারত্বের শিকার হয়েছে। কিন্তু এসব তুচ্ছ সমস্যা আমাদের কাবু কেন করবে? এখন আমরা অনেক বড় সমস্যার সমাধান করে ফেলেছি যেটা হল ঃ- রসগোল্লা কার? বাংলার না উড়িষ্যার? এই লড়াইয়ে আজ আমরা জয়ী। বছর দুয়ের সমগ্রাম/ revolution আজ সার্থক। জি. আই. এর মতে রসগোল্লা বাংলার।
আব্দুর মোল্লার মতে, এই লড়াই ছিল এক অস্তিত্বের লড়াই। আমিও নির্দ্বিধায়ে মানছি সত্যি আজ আমরা গর্বিত, আমাদের অস্তিত্ব ফিরে পেয়ে। সারাটা জীবন মানুষ লড়াই করে চেলেছে। মানুষ বাঁচে ছোট ছোট এই সুখ গুলো কে নিয়েই। তাই এতো সমস্যার পরও আমরা আজ রসগোল্লার জন্যে আনন্দিত। পরে থাক সমস্ত হাহাকার; আমরা এইটুকুতেই সুখি।
সব শেষে একটা কথাই মনে পরছে ঃ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন