----------------------------------------------------------------------------------------------(চয়ন পন্ডা মহাপাত্র)
বসন্ত অভিমান নিয়ে রোজ কত বিনিদ্র রজনী ভোর হয়
শব্দে শব্দে কত অনুযোগ গন্ধহীন পলাশকে নিয়ে বিরহের কবিতা লিখে,
আজও তাই চলছিল।
লিখতে লিখতে একটু পাশ ঘুরে শুতেই দেখি
আদিম রমনী হাসছে ভাবনার আকাশ জুড়ে,
পলকেই ম্লান হল বসন্ত অভিমান
স্বর্গীয় অনুভূতি নিয়ে জেগে উঠলো শব্দ গুলো
অজস্র শব্দ,
যেন ভাবনার আকাশ হতে বৃষ্টি হয়ে শব্দেরা ধেয়ে আসছে,
মরুর বুকে কবিতা ফলাবে বলে!
কবিতায় ধুম বসন্ত নেমে এল!
অভিমান গুলো প্রজাপতি হয়ে
উড়তে লাগল কবিতার পঙতি জুড়ে,
লিখছি আর লিখছি
প্রেমানুভুতি নিয়ে এত দীর্ঘ কবিতা
আগে লিখিনি কখনও,
আমৃত্যু লিখলেও হয়তো শেষ হবেনা এ কবিতা...!
হঠাৎ ক্রিং.. ক্রিং.. মোবাইলের এলার্মে
ঘুম ভেঙে গেল, খাতা কলম খুঁজতেই
মনে পরল আমি স্বপ্নে কবিতা লিখছিলাম!
কি লিখছিলাম তা মনে পড়ছে না
শুধু প্রথম লাইনটি মনে আছে
"চাঁদ ও ডাকাতের প্রেম"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন