-------------------------------------------------------------------------------------------------------------#সৌভিক
ভাটার টাইনে তীরে আসি
ঠেইকসে বন্ধু আমার
সাহিলে নিশুতি এক মাহতাবি রাইত
আসমান পানে চেয়ে মুখখানি তার।
ঠেইকসে বন্ধু আমার
সাহিলে নিশুতি এক মাহতাবি রাইত
আসমান পানে চেয়ে মুখখানি তার।
তারে আঁশটে হাতে বুকে জড়ায়ে
মিহি বালির পথ ধইরে
ঘরে ফিরেসি কৃপাসিন্ধুরে লয়ে
বাতাসে কলঙ্ক আড়াল কইরে।
মিহি বালির পথ ধইরে
ঘরে ফিরেসি কৃপাসিন্ধুরে লয়ে
বাতাসে কলঙ্ক আড়াল কইরে।
সে দুইচোখ বুঁজে জাইল বোনে
আমি নাম রাখসি তার 'সফিনা'
সাড়া দেয় নাই সে রাইত জুড়ে
গোসা হয়েসে কিনা বুঝিনা।
আমি নাম রাখসি তার 'সফিনা'
সাড়া দেয় নাই সে রাইত জুড়ে
গোসা হয়েসে কিনা বুঝিনা।
দেহতরী কূলের কিনারে বাঁধায়ে
রেখেসিলাম তারে মন পাহারায়
সাতরাইতে যে শেখে নাই বন্ধু
এখনো ভেজা চুল ছুইলে ডরায়।
রেখেসিলাম তারে মন পাহারায়
সাতরাইতে যে শেখে নাই বন্ধু
এখনো ভেজা চুল ছুইলে ডরায়।
ই ভবের ঘরে কাটাইলা বন্ধু দিন-দুই
সাগরের গইল্প করসি রাত্রি জাগি
শুনাইসি কন্যারে মাঝি মল্লার গান
ঝিনুকের হাইর গলায় বাঁধিয়া রাখি।
সাগরের গইল্প করসি রাত্রি জাগি
শুনাইসি কন্যারে মাঝি মল্লার গান
ঝিনুকের হাইর গলায় বাঁধিয়া রাখি।
আমি যদ্দুর মনের ভাসাইসি ভেলা
ঠাওর কী পাই অদ্দুর?
প্রেম দরিয়ায় এমন তুফাইন আইলে
পালায় বাঁচুম কদ্দুর।
ঠাওর কী পাই অদ্দুর?
প্রেম দরিয়ায় এমন তুফাইন আইলে
পালায় বাঁচুম কদ্দুর।
জোয়ারে আঘাত করি কলিজায়
উড়ায়ে নিল লাল নিশান,ডুবায়ে তরী
পথ হারায়েও খুঁজি তারে গভীর জইলে
ফিরে দেখি সাহিল চলি গেসে ঘর ছাড়ি।
উড়ায়ে নিল লাল নিশান,ডুবায়ে তরী
পথ হারায়েও খুঁজি তারে গভীর জইলে
ফিরে দেখি সাহিল চলি গেসে ঘর ছাড়ি।
কোন্ দ্যাশ থেকে তুলে আনিসিল ঢেউ
তারে কেইমনে ফিরায় নিল গোপনে
এখন সেই স্রোতে একূল ভাইঙ্গে যায় রোজ
কেন্ সপিলা নিজেরে মাঝি ডুব দিয়া মরমে॥
তারে কেইমনে ফিরায় নিল গোপনে
এখন সেই স্রোতে একূল ভাইঙ্গে যায় রোজ
কেন্ সপিলা নিজেরে মাঝি ডুব দিয়া মরমে॥
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন