------------------------------------------------------------------------------------------------------------------------সঞ্জয় ঘোষ
একাল সেকাল দ্বন্দ্ব করে,
অভিযুক্তদের হাত ধরে,
বিবর্তন আজও করে কোলাহল
প্রকৃতি পাতার কালঘুমে।
শাড়ি,সালোয়ার দ্বন্দ্বে লিপ্ত,
Jeans,টপ তাই Disc, pub এ
নাচন,কোদন হইহুল্লোড়ে,
তুলসী তলা হাহাকার করে।
কলসীর জল তলানিতে আজ,
মদ্য,সুরা,পানীয় সবার,
শাখা-পলা তাই হারিয়ে কাজ।
হাতা-খুন্তি বন্ধ এবার।
অপেক্ষার প্রদীপ জ্বলতে থাক,
টলমল পা উঠোনে দাঁড়াক,
বঙ্গনারী আরও বিবর্তন হারাক,
সিঁথিঁর সিঁদুর গাছকৌঁটোয় থাক।
ক্লান্ত নারীর ঘুমের ঠোঁটে,
ভালো থাকার আশ্বাস জানায়,
এমন নারী বঙ্গ হলে
নবীন,প্রবীন দ্বন্দ্ব করেই যায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন