------------------------------------------------------------------------------------------------------------ONTORIP
এই হাত জানে হাতা, খুন্তি, চামচের ব্যবহার,জানে কল্পনার রং-এ বে-রঙীন ক্যানভাসে আলপনার রামধনু আঁকতে।
সে জানে, স্পর্শাতীত শরীরী ভাষায় উদ্ধত শরীরের তৃষ্ণা মেটাতে,
সে শুধু জানে না;
নরম হাতের গোপনে অশ্রুসিক্ত বাণী, বিষাদ,বাহু গর্ভের অন্তরালে কলমের আয়ু কীভাবে পোড়ে।
নীরবে নিভৃতে স্থবিরতায় ছাই হয় স্বপ্ন, প্রেম;
আর একটা প্রহেলিকা-র মৃত্যু।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন