-----------------------------------------------------------------------------------------------------------------~মেঘা
কেমন আছো মা,
রিন্টি, পিকলু ওরা কেমন আছে,
লম্বায় বোধহয় ছাড়িয়েছে আমায়..
আচ্ছা বর্ষাকালে এখনও কি জল জমে রাস্তায়,
যেমন করে আমার বুকে বাষ্প ঘনীভূত হয়,
এখনও কি রিন্টি দেরী করে ওঠে,
পিকলু খুব দুষ্টু হয়েছে তাইনা,
আচ্ছা বাবা কি এখনও ঘড়িটা পরতে ভুলে যায়,
মা, তুমি কি এখনও ব্যালকনিতে দাঁড়িয়ে
দিগন্তের রঙে মিশে যাও,, আমার খোঁজে,
আমি,, আমি ভালো আছি মা..
চিন্তা কোরো না,
আর বেঁধে রাখার কেউ নেই আমাকে,
আর কোনো যন্ত্রণা নেই আমার..
জানো এখন বড্ড হালকা মনে হয় নিজেকে,
মেঘের মতো ভেসে বেড়াই এদিক ওদিক,
শুধু বুকের মাঝে এক অদ্ভুত..
আলপিন ফোঁটার ব্যথা অনুভব করি মাঝে মধ্যে,
ব্যথার প্রাসঙ্গিকতা মলিন,
তবু মাকড়সার জালের মতো আষ্টেপৃষ্ঠে বাঁধে আমায়..
কেন হলো এমন পরিণতি,
কী দোষ ছিলো আমার..এসব আর ভাবায় না,
শুধু ভাবি যারা ওই বিষাক্ত তরল ছুড়ল আমার দিকে,
আমার পরিচয় মুছে দিতে চাইলো,
তারা মেলাতে পেরেছে তো তাদের পাওনার হিসেব,
মনে আছে, শারীরিক যন্ত্রণায় কাতরাচ্ছিলাম আমি,
আর অন্তরে ছিলো এক অদ্ভুত শান্তি, নিস্তব্ধ অনুভূতি,
হয়তো তা আমার মানসিকতার জয়ের প্রতীক,
শারীরিকভাবে হার হয়েছে আমার,
কিন্তু আমার আত্মার জয় হয়েছে মা..
আমার আত্মাকে ছুঁতে পারেনি ওরা,,
শরীর তো বদলায়, আমারও বদলাবে,
কোনো প্রাণীর বেশে আবার ফিরবো এই পৃথিবীতে,
তোমারই আঁচলের ছায়ায়..একই পরিচয়ে..
রিন্টি, পিকলু ওরা কেমন আছে,
লম্বায় বোধহয় ছাড়িয়েছে আমায়..
আচ্ছা বর্ষাকালে এখনও কি জল জমে রাস্তায়,
যেমন করে আমার বুকে বাষ্প ঘনীভূত হয়,
এখনও কি রিন্টি দেরী করে ওঠে,
পিকলু খুব দুষ্টু হয়েছে তাইনা,
আচ্ছা বাবা কি এখনও ঘড়িটা পরতে ভুলে যায়,
মা, তুমি কি এখনও ব্যালকনিতে দাঁড়িয়ে
দিগন্তের রঙে মিশে যাও,, আমার খোঁজে,
আমি,, আমি ভালো আছি মা..
চিন্তা কোরো না,
আর বেঁধে রাখার কেউ নেই আমাকে,
আর কোনো যন্ত্রণা নেই আমার..
জানো এখন বড্ড হালকা মনে হয় নিজেকে,
মেঘের মতো ভেসে বেড়াই এদিক ওদিক,
শুধু বুকের মাঝে এক অদ্ভুত..
আলপিন ফোঁটার ব্যথা অনুভব করি মাঝে মধ্যে,
ব্যথার প্রাসঙ্গিকতা মলিন,
তবু মাকড়সার জালের মতো আষ্টেপৃষ্ঠে বাঁধে আমায়..
কেন হলো এমন পরিণতি,
কী দোষ ছিলো আমার..এসব আর ভাবায় না,
শুধু ভাবি যারা ওই বিষাক্ত তরল ছুড়ল আমার দিকে,
আমার পরিচয় মুছে দিতে চাইলো,
তারা মেলাতে পেরেছে তো তাদের পাওনার হিসেব,
মনে আছে, শারীরিক যন্ত্রণায় কাতরাচ্ছিলাম আমি,
আর অন্তরে ছিলো এক অদ্ভুত শান্তি, নিস্তব্ধ অনুভূতি,
হয়তো তা আমার মানসিকতার জয়ের প্রতীক,
শারীরিকভাবে হার হয়েছে আমার,
কিন্তু আমার আত্মার জয় হয়েছে মা..
আমার আত্মাকে ছুঁতে পারেনি ওরা,,
শরীর তো বদলায়, আমারও বদলাবে,
কোনো প্রাণীর বেশে আবার ফিরবো এই পৃথিবীতে,
তোমারই আঁচলের ছায়ায়..একই পরিচয়ে..
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন