শীতকালে সন্ধে নামলেই মনে হয় প্রেমে
পড়ে গেছি। প্রেম একটা ম্যাজম্যাজে
ব্যাপার।অন্ধকার গলির
রাস্তা ধরে হেঁটে যাচ্ছে প্রেম। এই বুঝি
ঘর পৌঁছে গেল। বিছানার ওপর লেপ পড়ে
আছে। তার নীচে লুকিয়ে বেড়ে চলেছে
ভালোবাসার ওম। আমি তোমায় জড়িয়ে
শুয়ে থাকতে চাই ছোটোবেলার ওম।
আমাকে ছোটোবেলায় নিয়ে চলো।
আমি জানলার ধারে বসে তোমার
পেরিয়ে যাওয়ার অপেক্ষা করবো। জানি
দুপুরের ওই ক্যাটওয়াক সবার পছন্দ ছিল।
আরো জানতে ইচ্ছে করে চাদর গায়ে যে
গোলাপগুলো বাড়ির দরজায় ছুঁড়ে আসতাম
সেগুলো কি এখনও ফ্রীজে তুলে রেখেছো?
কলকাতায় শীত পড়ে অনেক দেরীতে।
তোমাকেও মনে পড়ে না। তবুও তোমার মত
কারোর প্রেমে পড়তে ইচ্ছে করে
প্রত্যেকদিন। একটু চারপাশ দিয়ে জড়িয়ে
ওম দেবে যে। নিজেকে আটকে রেখেছি...-@NILANJAN
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন