----------------------------------------------------------------------------------anindita
ইতিহাস সাক্ষী আমৃত্যু - অদ্ভুত - বিদারুণ সব অভিজ্ঞতা
বিদ্রোহীর নয়, বিধ্বংসীর নয় এ এক শান্ত-শিথিল রাস্তার আত্মব্যথা
রক্তের দাগে, চিৎকারের আওয়াজে শিক্ত আজো অলিগলি
বিপ্লব আনবো এই রাস্তাতেই দেখে নিস মা শহরতলি।
-অনিন্দিতা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন