সেদিন রাস্তায় নেমেছিলাম বলেই হয়তো,
তোমার হাতের কেনা বোতলের টাটকা অ্যাসিড থাপ্পড়ের মতো লেগেছিল আমার বাঁ গালে?
তারপর থাপ্পড়ের ফোঁটাগুলো জ্বলিয়েদিচ্ছিল আমার তুলো-চামড়া গুলোকে গড়াতে গড়াতে।
সেদিন রাস্তায় নেমেছিলাম বলেই হয়তো ,
রাস্তায় দাঁড়িয়ে থাকা পাগুলো হাত বাড়িয়ে দেয়নি সাহায্যের?
সেদিন রাস্তায় নেমেছিলাম বলেই হয়তো,
আমার বন্ধু- বাবা মা কে কিছুদিন সারাদিন রাস্তায় কাটাতে হয়েছিল?
সেদিন রাস্তায় নেমেছিলাম বলেই হয়তো,
আমার উড়তে চাওয়া স্বপ্নগুলো এক ঝটকায়
উবে গেছিলো অষ্টাদশী প্রেমের মতো?
সেদিন রাস্তায় নেমেছিলাম বলেই হয়তো,
খালি মনে হচ্ছিল, হয়তো রাস্তায় নেমেছিলাম বলেই...
তারপর আজও রাস্তায় নামি যখন কিছু সুন্দর-মন পাশে, হাতে রংবেরঙের প্রতিবাদ
আজ কিন্তু মনে হয়, ভাগ্যিস সেদিন রাস্তায় নেমেছিলাম বলেই হয়তো,
হয়তো...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন