ভালো থাকিস
বাহ্ তোকে ছাড়া এতদিন কাটিয়ে নিলাম রে
ভাবতে পারিস!
সেই আমি যে তোর সাথে থাকার জন্য কি না কি করেছি;
সেই আজ একা চলতে শিখেছে..
তুই তো আমার থেকে আলাদা হয়েও হসনি
যখন যখন দরকার পড়েছে
না চেয়েও পেয়েছি তোকে
তুই সবসময় চেষ্টা করেছিস আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার
পাশে থাকার জন্য ধন্যবাদ
কিন্তু আর নাহ
এবার তো যেতেই হবে
এভাবে চলতে থাকলে আবারও তুই হয়ে উঠবি আমার
আবারও দুজনে খুঁজে পাব হারিয়ে যাওয়া প্রাণের দোশর
যতটুকু ঠিক আছি আবারও তো মিটিয়ে যাব রে
তাই এবার সত্যি যেতে হবে
খেয়াল রাখিস নিজের
পথে কখনও দেখা হয়ে গেলে
একবার শুধু ফিরে দেখিস...
ভালো থাকিস
লগ্নজিতা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন