---------------------------------------------------------------------------------------------------Anindita
-ও বাবা চা করতে বলো না মাকে
-সকাল হল স্নান করনা ৮টা তো প্রায় বাজে
-ঘুমোতে দাও,যাব না আজ, ইচ্ছে করছে না যে।
-ঘুমাস নি মা ঘুমাস নি আর কম্পিটিশন টাফ্
-এই রে সাড়ে ৮টা বেজে গেল না উঠলেই চাপ
-শুনছ? ভাত দাও না আলু সিদ্ধ মেখে ডিমটা দিও সাথে
-ল্যাব আছে আজ দু দুটো ফিরবো কিন্ত খানিক রাতে।
-ফোন করবি জানিয়ে দিবি চিন্তা হয় ভীষণ
-ব্যস্ত থাকলে ভুলে গেলে তুমিই করো ফোন
-তোর চিন্তায় মা বসে আছি বিকেল থেকে কাজ করছে না মাথা
-প্রেশার বাড়ল?সুগার বাড়ল?ওষুধ কই?ফুরিয়েছে তো পাতা
-থাক না ওসব, এখন সব শান্তি পেয়েছি মনে
-চিন্তাতে এই বয়েসে খামোকা হন্যে কেন হলে?
এই তো আমার বাবা রোজ আমাদের জন্যেই বাঁচে
স্বর্গ দেখিনি না হয় তবুও 'বাবা' স্বর্গ আমার আছে
-ও বাবা চা করতে বলো না মাকে
-সকাল হল স্নান করনা ৮টা তো প্রায় বাজে
-ঘুমোতে দাও,যাব না আজ, ইচ্ছে করছে না যে।
-ঘুমাস নি মা ঘুমাস নি আর কম্পিটিশন টাফ্
-এই রে সাড়ে ৮টা বেজে গেল না উঠলেই চাপ
-শুনছ? ভাত দাও না আলু সিদ্ধ মেখে ডিমটা দিও সাথে
-ল্যাব আছে আজ দু দুটো ফিরবো কিন্ত খানিক রাতে।
-ফোন করবি জানিয়ে দিবি চিন্তা হয় ভীষণ
-ব্যস্ত থাকলে ভুলে গেলে তুমিই করো ফোন
-তোর চিন্তায় মা বসে আছি বিকেল থেকে কাজ করছে না মাথা
-প্রেশার বাড়ল?সুগার বাড়ল?ওষুধ কই?ফুরিয়েছে তো পাতা
-থাক না ওসব, এখন সব শান্তি পেয়েছি মনে
-চিন্তাতে এই বয়েসে খামোকা হন্যে কেন হলে?
এই তো আমার বাবা রোজ আমাদের জন্যেই বাঁচে
স্বর্গ দেখিনি না হয় তবুও 'বাবা' স্বর্গ আমার আছে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন