---------------------------------------------------------------------------------------------------------------sayar
আজকের দিনে আর কিই বা লিখি...
দুখের ছাঁয়া দূরের নীলে
সমাপ্তি অনেক দেরিতে আসে
আমার বাবা শিখিয়েছিলেন। ভুলিনি কিছুই
তার আগে তো শুধু লড়ে যাওয়া
জ্ঞান। জীবণ। ভালোবাসায় বিজয় রথের পতাকা তোলো
কিছু ধৈর্য, কিছু বেদনা, কিছু অভিজ্ঞতা সবই দরকার
বেদনা অর্থ বুঝতে পারি তখন আমি মাত্র ষোলো
বৃষ্টি শেষে বাবা গেলেন। শববাহি গাড়ির চাকা ঘোরে
আজও স্বপ্নে দেখি আমি, বাবা যাত্রা করছেন।রথে চড়ে।
চলে গেলেন বাবা। আমার শিক্ষা লাভের প্রথম অংশ।
আস্তে আস্তে জীবন পথের আমি চলেছি সমাপ্তিতে
বাবা, আর কি বা পাড়ি আজকের দিনে তোমায় দিতে
আমার আজকের প্রতিষ্ঠতা। আমার লেখা প্রতিটি বই
সবই সেদিন ছড়িয়ে দিয়েছিলাম, তোমার নামে হরিবল খই
পথ থেকে পথে উঁড়ে যাচ্ছিল। কত জনের পদপৃষ্ট
প্রতি লেখাই আজ মৃত আমার। প্রতি সমাপ্তি অবশিষ্ঠ
বাবা, আজ ত্রিশ বসন্ত পার করে এসে
আজকের দিনে কি বা বলি.......
যাই বলব তা সবই কম পড়বে। শুধু জেনো জীবণ কথার অর্থগুলি,
আমি শিখে ফেলেছি। তাই আজও লিখতে বসি।বুক ভর্তি অহংকারে
বাবাই আমার একমাত্র শিক্ষক অর্থ বহন করে।
আজকের দিনে আর কিই বা লিখি...
দুখের ছাঁয়া দূরের নীলে
সমাপ্তি অনেক দেরিতে আসে
আমার বাবা শিখিয়েছিলেন। ভুলিনি কিছুই
তার আগে তো শুধু লড়ে যাওয়া
জ্ঞান। জীবণ। ভালোবাসায় বিজয় রথের পতাকা তোলো
কিছু ধৈর্য, কিছু বেদনা, কিছু অভিজ্ঞতা সবই দরকার
বেদনা অর্থ বুঝতে পারি তখন আমি মাত্র ষোলো
বৃষ্টি শেষে বাবা গেলেন। শববাহি গাড়ির চাকা ঘোরে
আজও স্বপ্নে দেখি আমি, বাবা যাত্রা করছেন।রথে চড়ে।
চলে গেলেন বাবা। আমার শিক্ষা লাভের প্রথম অংশ।
আস্তে আস্তে জীবন পথের আমি চলেছি সমাপ্তিতে
বাবা, আর কি বা পাড়ি আজকের দিনে তোমায় দিতে
আমার আজকের প্রতিষ্ঠতা। আমার লেখা প্রতিটি বই
সবই সেদিন ছড়িয়ে দিয়েছিলাম, তোমার নামে হরিবল খই
পথ থেকে পথে উঁড়ে যাচ্ছিল। কত জনের পদপৃষ্ট
প্রতি লেখাই আজ মৃত আমার। প্রতি সমাপ্তি অবশিষ্ঠ
বাবা, আজ ত্রিশ বসন্ত পার করে এসে
আজকের দিনে কি বা বলি.......
যাই বলব তা সবই কম পড়বে। শুধু জেনো জীবণ কথার অর্থগুলি,
আমি শিখে ফেলেছি। তাই আজও লিখতে বসি।বুক ভর্তি অহংকারে
বাবাই আমার একমাত্র শিক্ষক অর্থ বহন করে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন