মিষ্টি মেয়ে--বৃষ্টি
*****************
----বিপাশা গুহসরকার----
এ্যাই মেয়ে তোর নাম কি রে?
-বৃষ্টি...
তোর মুখটা অমন ভার কেন?
-তোমাদের হাসাব বলে...
-হাসাবি? কেমন করে?
-আমি যখন অঝোর ধারায় কাঁদব
তোমারা তখন পুলকে উঠবে মেতে...
আমার কান্নার জলে ভিজে
তোমাদের চিত্ত ঠান্ডা হবে সুখে...
-কান্নার জল তো নোনা
নোনা জলে শরীর জুড়ায় না।
-আরে,আমি যে বৃষ্টি
আমার জলও ভারি মিষ্টি!
-মিষ্টি যদি হবে কাঁদবি কেন তবে?
-আমার কন্নার মাঝে যে তোমাদের
হাসি লুকোনো আছে।
আমি কাঁদি তোমাদের সুখ দেব বলে
আমি কাঁদি তোমরা প্রেমে পড়বে বলে
আমি কাঁদি তোমরা শষ্য ফলাবে বলে...
-তোর কান্নার মাঝে আমাদের প্রাণ আছে বল তবে!
ওরে বৃষ্টি তুই সত্যি ভারি মিষ্টি,
তুই সোহাগেপূর্ণ এক সৃষ্টি!
তোর কান্নাতেই আছে
আমাদের জিয়ন কাঠি....
*****************
----বিপাশা গুহসরকার----
এ্যাই মেয়ে তোর নাম কি রে?
-বৃষ্টি...
তোর মুখটা অমন ভার কেন?
-তোমাদের হাসাব বলে...
-হাসাবি? কেমন করে?
-আমি যখন অঝোর ধারায় কাঁদব
তোমারা তখন পুলকে উঠবে মেতে...
আমার কান্নার জলে ভিজে
তোমাদের চিত্ত ঠান্ডা হবে সুখে...
-কান্নার জল তো নোনা
নোনা জলে শরীর জুড়ায় না।
-আরে,আমি যে বৃষ্টি
আমার জলও ভারি মিষ্টি!
-মিষ্টি যদি হবে কাঁদবি কেন তবে?
-আমার কন্নার মাঝে যে তোমাদের
হাসি লুকোনো আছে।
আমি কাঁদি তোমাদের সুখ দেব বলে
আমি কাঁদি তোমরা প্রেমে পড়বে বলে
আমি কাঁদি তোমরা শষ্য ফলাবে বলে...
-তোর কান্নার মাঝে আমাদের প্রাণ আছে বল তবে!
ওরে বৃষ্টি তুই সত্যি ভারি মিষ্টি,
তুই সোহাগেপূর্ণ এক সৃষ্টি!
তোর কান্নাতেই আছে
আমাদের জিয়ন কাঠি....
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন