--------------------------------------------------------------------------------------------সৌভিক
সীমান্তে ঘুমোয় এক দেহ জমিন।এপারে আমার ইমান হৃদয়।
মাঝে একটা গোটা নদী পেরোতে হবে একা
খুদার বান্দা...তুফান দেখলে যে আজও বড় ভয় হয়।
"চাচা তুম অাব ছোড় দো নাও।মুঝে যানা হে মিলো দূর"
আমি সামলে নিতে পারি তোমার ভাঙা তরণী...
আঁচলে বাঁধা ঝড়।মোহনার ঠোঁট কামড়ে এখনো রোদ্দুর।
তখন কুলের কথায় জড়ায় মাঝি মল্লার ঘরে ফেরার গান।
চোরাবালির সে বাঁধ ভাঙছে ঢেউয়ের আসা যাওয়া
ভেজা হাওয়ায় ভিজছি আমি।ভিজছে আমার অভিমান।
আমার দীর্ঘশ্বাস জুড়ে পলাশ ফুলে হাসি কুড়োতে চলেছি ওপার।
স্রোতের টানে ভেসে গেছে কোথায় সাধের বেণীর ফিতে...
নরম হাত ডুবিয়ে খুঁজে যাই রোজ।আমি যে শিখিনি ডুবসাতার॥
সীমান্তে ঘুমোয় এক দেহ জমিন।এপারে আমার ইমান হৃদয়।
মাঝে একটা গোটা নদী পেরোতে হবে একা
খুদার বান্দা...তুফান দেখলে যে আজও বড় ভয় হয়।
"চাচা তুম অাব ছোড় দো নাও।মুঝে যানা হে মিলো দূর"
আমি সামলে নিতে পারি তোমার ভাঙা তরণী...
আঁচলে বাঁধা ঝড়।মোহনার ঠোঁট কামড়ে এখনো রোদ্দুর।
তখন কুলের কথায় জড়ায় মাঝি মল্লার ঘরে ফেরার গান।
চোরাবালির সে বাঁধ ভাঙছে ঢেউয়ের আসা যাওয়া
ভেজা হাওয়ায় ভিজছি আমি।ভিজছে আমার অভিমান।
আমার দীর্ঘশ্বাস জুড়ে পলাশ ফুলে হাসি কুড়োতে চলেছি ওপার।
স্রোতের টানে ভেসে গেছে কোথায় সাধের বেণীর ফিতে...
নরম হাত ডুবিয়ে খুঁজে যাই রোজ।আমি যে শিখিনি ডুবসাতার॥
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন