বিপজ্জনক
হযবরল
নাটকের পোস্টারের সাথে একদম একমত হয়েই বলা যেতে পারে 'একটি বিপজ্জনক চরিত্রে দেবশঙ্কর হালদার'...সত্যি সত্যিই বিপজ্জনক...কী ভয়ঙ্কর অভিনয় প্রদর্শন, চরিত্রকে তিলমাত্র টলতে দেয় নি...অসাধারণ ও অবর্ণনীয় সে চরিত্রায়ণ ও তার পরিস্ফুটন...কিন্তু দেবশঙ্কর বাবু ততটাও বোধহয় বিপজ্জনক নয় যতটা এ নাটকে স্ক্রিপ্ট টি...নাট্যকারকে প্রথমেই ধন্যবাদ এই নির্ভীকতা ও সাহসিকতার জন্য...বর্তমান সময় এতটা সাহসিকতা ও সাবলীলতার সাথে উপস্থাপন একজন নির্ভীক সমাজ সচেতক ছাড়া কেউ পারবেন না...রাজনৈতিক বর্ণের গোলক ধাঁধায় যখন চিন্তাশীল মানুষ তার অস্তিত্বের লড়াইতে নিয়মিত মনুষ্যত্বকে হারতে দেখে, দেখে খমতার আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলোর নিঃশেষিত ভালবাসার কাহিনী গুলি পড়ে থাকে ঝাপসা হয়ে...নাট্যকার - নির্দেশক #চন্দন সেনের এটি একটি অসাধারণ প্রয়াস...মস্তিষ্কের পুষ্টির সাথে সাথে সামঞ্জস্যপূর্ণ দৃশ্যকাব্য, যথাযথ নির্দেশনা কুশলী প্রয়োগ, সুন্দর মঞ্চ ও আলোকপাত নাটকটি কে ঋদ্ধ করেছে সর্বদা...তবে অভিনেত্রী শ্রীজাতা দির অভিনয় মন্ত্রমুগ্ধ করেছে অবশ্যই...হযবরল সত্য সত্যিই অসাধারণ নাটকের প্রস্তাবনা করেছে...অসাধারণ...অকল্পনীয়...
বসন্তসেণা
কোলকাতা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন