-----------------------------------------------------------------------------------Nilanjan
অগুন্তি হাড়গিলেদের দল এখন পিকনিক করছে...
শহরের সব ফ্লাই ওভারে, উত্তরের হিমশীতল হাওয়ায়...
প্রথম লেপের ওম চিনতে ব্যস্ত সব সদ্য বিবাহিত যুবতীরা...
তাদের প্রাক্তন প্রেমিকেরা,
হয়তো কোনো দুর্বল মুহূর্তে,
প্রজাপতির ডানায় কেরোসিন ঢেলেছিল...
এইসব তর্ক-বিতর্কের মধ্যে দিয়ে ফুরফুরে হাওয়ায় উড়ে যাচ্ছে,কুচি কুচি সময়েরা...
এ শহরের কোনো রাস্তায় বিধে নেই,প্রিয় চেনা মুখ...
লাল আলোর উন্মাদনায়,যে ব্যস্ততা নামের হাড়কাটা গলি...ফ্রী স্কুল স্ট্রীটের অন্ধকারে...
আজ এরাও বেশ ছিমছাম...
আপোষকালীন প্রহরায়...
তবু কয়েকটা উন্মাদ.আজকে আবার ফেস্টুন টাঙিয়েছে...
সব আলো নিভে গেলে পরে,
আজ রাতে,শতাব্দীর মিছিল নামবে রাস্তায়...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন