বৃষ্টি নেমেছে! শুনছো সবাই? বৃষ্টি নেমেছে।
আহা আজ বড় আনন্দ- আজ বৃষ্টি নেমেছে!
কিন্তু কি যেন একটা কাঁটা বিঁধছে আমায়!
আচ্ছা, সেই যে বৃষ্টির কালে তুমি জড়িয়ে ধরে কাছে টেনে নিতে আমায়...
মনে আছে তোমার?
আর আমিও খুঁজে পেতাম এক নিরাপদ আশ্রয়।
কারণ আমি যে মেঘ ডাকলে ভয় পাই!
আজ অবশ্য ইচ্ছে হলেই জড়িয়ে তুমি ধরো ঠিকই,
তবে সেই আশ্রয়ের উপলব্ধিটা আর আসে না-
তোমার দু'হাত খোঁজে অন্যকিছু।
আমিও সেই স্রোতে ভেসে যাই,
তবু মনে থেকে যায় একটা বোবা শূন্যতা।
মনে আছে, সেই যে কত কি আবোলতাবোল কথায় মশগুল হয়ে থাকতাম?
মাথা নেই, মুণ্ডু নেই এমন কত কথা বলেই সময় কাটাতাম...
আজ সেই সময়েরই তোমার বড় অভাব।
দিনের শেষে একটুখানি তোমাকে পাওয়াও যে এখন ভাগ্যের বিষয়!
কি জানি! এই স্বল্প সময়ের জন্যই হয়তো আমার উচ্ছ্বলতা তোমার মনে বিরক্তির উদ্রেক করে।
এই সবই কেমন যেন ন্যাকামি, ছেলেমানুষি মনে হয় তোমার।
দেখো দেখো! বৃষ্টির ছাঁটে ঘর ভিজবে ভেবে জানলাটা ভেজিয়ে দিয়েছিলাম।
হাওয়ার ঝাপটায় সেও গেল খুলে।
যেন হুড়মুড়িয়ে ঘরে ঢোকাই এই বৃষ্টির অধিকার....
'অধিকার'! অধিকার তো একদিন আমার হাতেও তুলে দিয়েছিলে তুমি- দাওনি!
আজও তো মুখে অন্তত তাইই বল।
কিন্তু সত্যিই কি সে অধিকার আমার আছে?!
কোন বিষয়ে মতানৈক্য ঘটলে আলোচনা তো আর তুমি কর না!
বরং অসন্তোষের চিহ্ন ফুটে ওঠে তোমার বক্তব্যে।
চুপ করে যাই আমি।
আফশোস হয় সবচেয়ে কাছের বন্ধুকেও হারিয়ে ফেলেছি আজ।
আচ্ছা কি হল বলতো!
বৃষ্টির জলে কি ধুয়ে গেলে সেই তুমি?
নাকি সময়ের সঙ্গে আমি হয়ে গেলাম পুরোনো, অচল, শুধুমাত্র একটা মূল্যহীন অভ্যেস?
তাই তোমার এত উদাসীনতা!
আচ্ছা বৃষ্টি, তুমি কি এর উত্তর জানো?!
সৃজনী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন