-------------------------------------------------------------------------------------সোহিনী
সেদিন যেতে চায়নি পৌষালি জোর করে নিয়ে গেছিলো সায়ান যদিও অতীতের হিজিবিজি কাটা গোলকধাঁধা তবুও বর্তমানের আলোকছটায় সেটা অনেকটা আবছা এখন বিয়েটা বাড়ির লোক জোর করেই দিয়েছিলো একপ্রকার ঝুপ ঝুপ বৃষ্টির শব্দ সাথে এ.আর রহমান এর গান ঘন জঙ্গলের মধ্যে দিয়ে লং ড্রাইভ টা বেশ উপভোগ করছিলো সায়ান পৌষালি তখন ও গোলক ধাঁধায় ঘুরছে আলো আঁধারি রাস্তা তখন শুধুই মরীচিকা তার কাছে... সৌমিত চলে যাওয়ার পর থেকে সে মু ষড়ে পড়েছিল একেবারেই .... সায়ান কে সে কোনোদিন ই গ্রহণ করতে পারেনি... হটাৎ একটা শব্দ .. সায়ানের ফোর হুইলারের দম শেষ ... এবার একটু বিরক্তই লাগছিলো পৌষালির গাড়ির জানালাটা বন্ধই ছিল তাই আনমনা পৌষালি রাস্তার মারপ্যাচ খেয়াল করেনি গাড়ি থেকে আনমনে নামতেই তার সারা শরীর শিহরিত হয় ... সেই ফুলপাহাড়ের রাস্তা সেই মেদিনীপুরের জঙ্গল !! হ্যাঁ !! এইখানেই তো সব শেষ হয়েছিল তার দীঘা থেকে ফেরার সময় এখানেই তো দুষ্কৃতীরা সৌমিত কে তার চোখের সামনে !!! আর ভাবতে পারছেনা সে চোখ বুজে এল তার পৌষালি এই ওঠ কিরে? সৌমিত ! এসেছিস তুই জানিস কত ডেকেছি তোকে ? চুপ! কি করছিস তুই এটা ? সায়ান ভালোবাসে তোকে তুই আমাকে হারিয়ে যে যন্ত্রনা টা পাচ্ছিস সেটা সায়ান তোর উপস্থিতি সত্ত্বেও সায়ান সেটা ভোগ করে .. তুই তো জানিস সেই যন্ত্রণার মর্ম আমি অতীত আমাকে তুই স্মৃতি তে রাখ আর সায়ান কে তোর হৃদয়ে ... সৌমিত যাসনা !! দাঁড়া পৌষালি কিগো ওঠো কি হলো ?? হ্যাঁ !! হ্যাঁ !! কে ?? ওহ তুমি !!কিন্তু !!! তোমাকে বোধয় আজকে একটু বেশি বিরক্ত করে ফেলেছি ! চলো বাড়ি ফায়ার যাই !! নাহ সায়ান এই তো সবে পথ চলা শুরু করলাম আরো অনেকটা রাস্তা চলা বাকি একসাথে !!
thnk u so much..
উত্তরমুছুনthnk u so mucj
উত্তরমুছুনBeautiful creativity..
উত্তরমুছুন