ঘড়িতে তখন সন্ধ্যে পৌনে সাতটা। শুক্রবার অফিস ফেরত অনেক যাত্রীর মতো নাট্যকর্মী রণিত পাল শিয়ালদহ শাখার মেন লাইনে চার নম্বর প্ল্যাটফর্মের কাছে অপেক্ষা করছিলেন বাড়ি ফেরার জন্য। ঝড়ের জন্য অনেক ট্রেন সেদিন দেরিতে চলছিল। হঠাৎ তিনি দেখতে পান কয়েকজন যাত্রী একজন যুবককে পকেটমার সন্দেহে মারধর করছেন । আর তার ঠিক সামনেই পুলিশ কিয়স্ক। তিনি প্রথমে পুলিশের দারস্থ হয়ে ওই ব্যক্তিটিকে উদ্ধার করার জন্য অনুরোধ করেন। কিন্তু উল্টে তাঁকে বলা হয় যে, ‘’ আপনি গিয়ে করুন না।‘’ তবে নাট্যকর্মী রণিত পাল এবং আরও কয়েকজন যাত্রী অনেক অনুরোধ করলে অবশেষে সেই ব্যক্তিটিকে উদ্ধার করে জিআরপি।
ঘটনা এখানেই শেষ নয়। রণিত পালের অভিযোগ, ভিড়ের মধ্যে থেকে তাঁকে ডেকে নিয়ে যান একজন পুলিশকর্মী। তারপর শুরু হয় গালিগালাজ। এখানেই শেষ নয়, তাঁকে মারধরও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ছবি তুলে মিথ্যে মালালায় ফাঁসানো হবে বলেও হুমকি দেওয়া হয়।
তিনি শিয়ালদহ জিয়ারপিতে অভিযোগ জানাতে গেলে, আরও বিপদে পরেন তিনি। তাঁর অভিযোগ, তিনি যদি লিখিত অভিযোগ জানান তাহলে নাকি তিনি সমস্যায় পরতে পারেন। তাঁর বিরুদ্ধে নাকি মানহানির মামলাও হতে পারে, এই বলে তাঁকে ভয়ও দেখানো হয়।
আটপৌরেকে ফোনে রণিত পাল জানালেন যে , ‘’ আমি এখনও একটা ট্রমার মধ্যে আছি। ঘুমোতে পারছি না।‘’ যদিও নৈহাটির বাসিন্দা রণিত পাল শনিবার শিয়ালদহ জিআরপিতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। তবে তিনি এই বিষয়ে আটপৌরেকে জানালেন যে, ‘’ আগে কনস্টেবলকে আইসি-এর সামনে শনাক্ত করা এবং জিজ্ঞাসাবাদ করা হলেও, শনিবার জিডি করার সময় বারবার অনুরোধ করা সত্ত্বেও তার নাম জানাতে অস্বীকার করেছেন আইসি।‘’
শিয়ালদহ ষ্টেশনের এই ঘটনা আরও একবার সাধারণ নাগরিকের নিরাপত্তা নিয়ে প্রশাসনকে আবারও প্রশ্নচিহ্নের সম্মুখীন করে দিল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন