অভিনেত্রী আয়েষা
ভট্টাচার্য যখন অভিনয় শুরু করেছিলেন তখন তিনি দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তারপর
বাকিটা অনেকটা স্বপ্নের মতো। সেই স্বপ্নের উড়ান থামার নয়। একের পর এক অভিনয় দক্ষতা
তাঁকে বাঙালী দর্শকের মণিকোঠায় স্থান করে দিয়েছে। সেই যে তারা বাংলায় ‘ ব্যোমকেশ
বক্সী’ তাঁর কেরিয়ার শুরু হয়েছে তারপর তিনি আর পিছনে ফিরে তাকাননি। শুধু ধারাবাহিক
নয় , তাঁর ঝুলিতে রয়েছে ‘ ঘর জামাই’, ‘ ওয়ান্টেড’ –এর মতো সিনেমা। এছাড়াও ‘
লাব্যনের সংসার’ , ‘ ক্ষণা’, ‘সোনারপুর লোকাল’, ‘ মহাপীঠ তারাপীঠ’ প্রমুখ ধারাবাহিকে
কাজ করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি তিনি একজন
নৃত্যশিল্পীও বটে। তিনি আটপৌরেকে জানালেন যে, ‘’ নাচের সঙ্গে আমার একটা অঙ্গাঙ্গিক
সম্পর্ক রয়েছে। ওটা ছাড়তে পারব না কোনওদিন।‘’
তবে এই সবকিছুর পিছনে যে মানুষটি
আছেন, তিনি হলেন তাঁর মা। হয়ত তিনি না থাকলে আজকে তাঁর অভিনেত্রী হওয়াটা সম্ভব হত
না। তাঁর মায়ের ইচ্ছে ছিল যে তিনি অভিনেত্রী হবেন। কিন্তু পরিস্থিতির চাপে সেটা
সম্ভব হয়ে ওঠা হয়নি। তবে সেই বিষয়ে তাঁর হয়ত আক্ষেপ নেই কারণ তাঁর মেয়ে সেই
স্বপ্নপূরণ করে দিয়েছে। আটপৌরেকে তিনি জানালেন যে, ‘’ মা আমার সঙ্গে ছায়ার মতো
সবসময় থাকে, সেটা সিনেমার সেট হোক কিংবা অন্যকোথাও!’’
বাংলা সিরিয়াল প্রসঙ্গে
অভিনেত্রীকে জিজ্ঞাসা করলাম, ‘’ এই যে বাংলা সিরিয়াল নিয়ে এর ট্রল হয়, এই নিয়ে
আপনি কী বলবেন ?’’ তিনি হাসতে হাসতে জানালেন যে, ‘’ এগুলো কিন্তু আসলে সিরিয়ালের
পাবলিসিটি করে।‘’
অভিনেত্রী আয়েষা
ভট্টাচার্য যদিও এই মুহূর্তে টিচারস ট্রেনিং নিচ্ছেন। সেই বিষয়ে জিজ্ঞাসা করাতে
তিনি জানালেন, ‘’ এটা আমাকে একটা সাপোর্ট দেয়। যদি কোনওদিন ইন্ড্রাস্টিতে না থাকি
তাহলে তখন আমার এটা কাজে লাগবে।‘’সমুদ্র তাঁর খুব প্রিয় এবং গোয়া
ট্যুরটি এখনও অবধি তাঁর সেরা!
( সাক্ষাৎকার- আদিত্য ঘোষ
ছবি- সংগৃহীত)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন