চিত্রশিল্পীদের নিয়ে বাংলায় এর আগেও প্রচুর সিনেমা তৈরি হয়েছে। কিন্তু পরিচালক সত্যজিৎ দাশের ‘পেন্টিংস ইন দ্য ডার্ক’
অন্য গল্প শোনাবে। যদিও ছবির পোস্টার দেখেই সেই ব্যাপারটা কিছুটা আন্দাজ করা যায়।
একটা রহস্য ঘেরা গল্প লুকিয়ে রয়েছে ছবির অন্দরে।
চিত্রকর নিজেই অন্ধ! হ্যাঁ, তবুও তাঁর রঙ তুলির হাত থেমে যায়নি। তিনি
অন্ধকারেই ফুটিয়ে তুলেছেন তাঁর আদুরে ক্যানভাস। অভিনেতা রাশেদ রহমান আটপৌরেকে
জানালেন যে, ‘’ ভারতে এমন নাকি দশজন শিল্পী আছেন, যারা অন্ধ কিন্তু চিত্রকর।‘’ পুরো
ব্যাপারটা ভাবলেই অবাক লাগে যে, একজন চিত্রশিল্পী যিনি অন্ধ অথচ ছবি আঁকেন!
গল্পের মূল বিষয়বস্তু জুড়েই রয়েছেন এই চিত্রকর। যিনি ছোট বেলায় নিজের মাকে
হারিয়েছেন। আর সেই মাকে খোঁজার টানে গ্রাম থেকে শহরে এসেছেন এবং তারপর বাকিটা
জানতে যদিও আপনাকে হলে আসতেই হবে। তবে একটু অপেক্ষা করতে হবে। কারণ এই বছর সেপ্টেম্বর
মাসে পশ্চিমবঙ্গে রিলিজ করবে সিনেমাটি। তার আগে এই সিনেমাটি দেখানো হবে বস্টন এবং
ভিয়েতনাম ফেস্টিভ্যালে।
মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাশেদ রহমান। এছাড়াও এই সিনেমায় দেখা যাবে শ্রীলা
ত্রিপাঠি , সায়ন্তি চট্টরাজ, নীলাঞ্জনা রুদ্র, বিশ্বজিৎ ঘোষ সহ আরও অনেককে।
( সাক্ষাৎকার- আদিত্য ঘোষ
ছবি- রাশেদ রহমান-এর থেকে সংগৃহীত)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন