যুগনায়ক
অশোকনগরনাট্যআনন
বর্তমান যুগোপযোগী একটি অসাধারণ নাট্য প্রদর্শন যা সময় বা কাল ছাপিয়ে এক বিশেষ বার্তা পৌছে দেয় দেশ ও সমাজকে...আজ বড় অসহিষ্ণু আমার সমাজ, কিন্তু সেই অপ্রতীম ব্যক্তিত্বের অধিকারী মহাপুরুষের আদর্শ ও ভাবনায় আপ্লুত হওয়ার পরিবর্তে যখন মানুষ মনুষ্যত্ব ভুলে মানুষ মানুষে ভেদাভেদ সৃষ্টি করে, আঘাত হানে দেবতার নামে, তখন বিশেষ করে তখনই নাট্যাননের যুগনায়ক ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে পড়ে...দুর্দান্ত দৃশ্যশিল্প ও নির্দেশনী ভাবনার আকর এই নাটকটি...অসাধারণ লেখনী ও দৃশ্যভাবনায় সাজিয়েছেন নির্দেশক #চন্দনসেন... রামকৃষ্ণদেবের অভিনয়কালে কেন চোখে জল এল...তা অবশ্যই অভিনেতার দোষে...না না গুণে...মঞ্চ, আলোক ও শব্দ ব্যবহারে নৈপূণ্যতা প্রশংসীত...সূত্রধরদের অতি সাবলীলতায় মূল কাহিনী পটে ব্যবহারে নাটকটি আরও কাছে পৌঁছায় দর্শকদের....শান্তিলাল বাবুর আত্মমগ্ন অভিনয়ে একটু হলেও ভাটা দিয়েছে কোথাও....বিশেষত "কোথায় জুড়াই" গানটিতে তার অভিনয় আত্মবিমুখ করে তোলে সকলকে...নিবেদিতা সুন্দর ও সাবলীল...কিন্তু বাকী পার্থিব চরিত্রের অভিনয় নাটকে আলাদা মাত্রা টানে বিশেষত বিলের চরিত্রে Gambhira Bhattacharjee অভাবনীয়, মুগ্ধ করেছে বেশ....ধন্যবাদ নাট্যাননকে অমন সুন্দর একটি প্রযোজনার জন্য.....
বসন্তসেনা
কোলকাতা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন