----------------------------------------------------------------------------------------------------------------Arpan
জীবনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখে ভেসে ওঠে ফেলে আসা সময়ের ধূসর মাইলস্টোন......
আমাদের জীবন একটা গোলাকৃতি চাকার মতো, বহু ক্ষয়-ক্ষতির পরও হেটে যায় কয়েক হাজার মাইল। জানা যায়না ফেলে আসা সময়ের দৈর্ঘ্য, ফিরে যাওয়া যায়না স্মৃতির সবুজ আলপথে!
আমাদের জীবন একটা গোলাকৃতি চাকার মতো, বহু ক্ষয়-ক্ষতির পরও হেটে যায় কয়েক হাজার মাইল। জানা যায়না ফেলে আসা সময়ের দৈর্ঘ্য, ফিরে যাওয়া যায়না স্মৃতির সবুজ আলপথে!
সব ক্লান্তিকে জয় করে ভোরের শান্ত শীতল স্বপ্ন, শহুরে হলদে বিকেল, মায়াবী রাতের নেশায় ঘেরা বুদবুদগুলো ভীড় ঠেলে এগিয়ে যায় আপনমনে-
জীবনের ঘড়ি হয়ত থেমে যাবে একদিন, রাস্তার ধূলোমাখা সময়গুলো থমকে যাবে বরাবরের মতো! থামবে না কেবল গল্পগুলো, পথের বাঁকে গলির মোড়ে অপেক্ষা করবে নতুন কোনো চরিত্রের সন্ধানের...... নতুন কোনো প্রেমের গন্ধে!
জীবনের ঘড়ি হয়ত থেমে যাবে একদিন, রাস্তার ধূলোমাখা সময়গুলো থমকে যাবে বরাবরের মতো! থামবে না কেবল গল্পগুলো, পথের বাঁকে গলির মোড়ে অপেক্ষা করবে নতুন কোনো চরিত্রের সন্ধানের...... নতুন কোনো প্রেমের গন্ধে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন