-----------------------------------------------------------------------মোহনা
বৃষ্টি,
বর্ষাকাল,
মাটির ওই সোঁদা গন্ধ,
বেশ ভালো লাগতো আমার।
কেমন যেন এক নস্টালজিয়ায়
ভরিয়ে দিতো আমায়।
ভাবতাম বুঝি সেই রূপকথার,
সোনার কাঠি, রুপোর কাঠি,
ঘোড়ার পিঠে রাজকুমার,
সবই হয়তো বা সত্যি।
বৃষ্টি ছিলো আমার বাস্তবতা থেকে পালানোর,
এক শীতল, ভেজা, পথ।।
আজকাল, বৃষ্টি টা আর তেমন করে নামে না।
চলন্ত বাসের জানলার কাচেঁ,
আছরে পরা বৃষ্টির কণাগুলো এক অন্য শুর তোলে।
অভিমানের।।
সেই সব না বলা কথার স্মৃতিগুলো,
উথালপাথাল খায়ে বুকের ভেতর।
রাস্তার ভীড়ে আযার একাকিত্ব কে,
আরও বাড়িয়ে তোলে।।
গলার ভীতর চাপা,
সেই কান্নার,
দরজাটা যেন ঠেলে খুলে দিতে চায়।
কার্নিসে বসা কাকটাকেও,
আজ যেন বেজায় অসহায় দেখায়।
রাস্তার আনাচেকানাচে জমা জলে,
নিজের জল ছবি দেখি।
কেমন যেন অচেনা দেখায়।
অজানাও।।
বৃষ্টিটা এখন আর তেমন করে আর নামে না।
বুকের ভেতর ওই বিশ্রী, অদ্ভুত ব্যাথাগুলোকে,
মুছে দিয়ে যেতে পারে না।।
বৃষ্টি,
বর্ষাকাল,
মাটির ওই সোঁদা গন্ধ,
বেশ ভালো লাগতো আমার।
কেমন যেন এক নস্টালজিয়ায়
ভরিয়ে দিতো আমায়।
ভাবতাম বুঝি সেই রূপকথার,
সোনার কাঠি, রুপোর কাঠি,
ঘোড়ার পিঠে রাজকুমার,
সবই হয়তো বা সত্যি।
বৃষ্টি ছিলো আমার বাস্তবতা থেকে পালানোর,
এক শীতল, ভেজা, পথ।।
আজকাল, বৃষ্টি টা আর তেমন করে নামে না।
চলন্ত বাসের জানলার কাচেঁ,
আছরে পরা বৃষ্টির কণাগুলো এক অন্য শুর তোলে।
অভিমানের।।
সেই সব না বলা কথার স্মৃতিগুলো,
উথালপাথাল খায়ে বুকের ভেতর।
রাস্তার ভীড়ে আযার একাকিত্ব কে,
আরও বাড়িয়ে তোলে।।
গলার ভীতর চাপা,
সেই কান্নার,
দরজাটা যেন ঠেলে খুলে দিতে চায়।
কার্নিসে বসা কাকটাকেও,
আজ যেন বেজায় অসহায় দেখায়।
রাস্তার আনাচেকানাচে জমা জলে,
নিজের জল ছবি দেখি।
কেমন যেন অচেনা দেখায়।
অজানাও।।
বৃষ্টিটা এখন আর তেমন করে আর নামে না।
বুকের ভেতর ওই বিশ্রী, অদ্ভুত ব্যাথাগুলোকে,
মুছে দিয়ে যেতে পারে না।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন