--------------------------------------------------------------------------------------------------------------------লগ্নজিতা
৫ টা বাজতে যায় রিয়া যে এখনও এলনা
কিন্তু এদিকে অমিত তো দাঁড়িয়ে আছে
স্কুল ছুটি হলে রোজ ঐ রাস্তাতেই তো দেখা করতো ওরা..
স্কুল যেতে গিয়ে দুজন দুজনের সাইকেলে ধাক্কা খায় ঠিক এই রাস্তাতেই
এখানেই ওদের প্রথম দেখা
তারপর ধীরে ধীরে কথা থেকেই প্রেমের শুরু
তাই ওরা রোজ এখানেই দেখা করতো
এই রাস্তা জানে ওদের সব লুকানো কথা
এখানেই অমিত রিয়া কে নিজের মনের কথা জানায়
এখানেই রিয়া ওর সম্পর্কেরশুরু
এই রাস্তা জানে ওদের সব মিস্টি ঝগড়ার কথা..
ঝগড়া করে দুজনেই রাগ করে বাড়ি চলে যেত
পরের দিন ঠিক এখানেই এসে আবার চুপ করে দাঁড়িয়ে থাকত দুজনে
টিফিন নেওয়ার নাম করে অমিত এর জন্য নিজে রান্না করে আনত রিয়া
এখানেই দাঁড়িয়ে অমিত মন ভরে সে সব খেত
পরীক্ষায় কম নম্বর পেয়ে রিয়া যখন মন খারাপ করে আসত
রাস্তায় সবার সামনেই অমিত ওর হাত ধরে ওকে সামলাতো
তেমনি অমিতের খারাপ সময়ে রিয়া ও একইভাবে ওর পাশে ছিল
সেদিনও ছিল
দিনটা ওদের কাছে খুব বড়ো কিছুই ছিল
এক বছর আগে ঠিক এই দিনেই ওদের সম্পর্কের শুরু হয়
কিন্তু রিয়া কে সেদিন ওর মায়ের সাথে সকালে বেরতে হয়েছিল
তাই ওরা ঠিক করে রাতে দেখা করার
সন্ধে তখন ৭ টা
অমিত এর যেতে একটু দেরি হয় সেদিন
রিয়ার জন্য নিজের হাতে কার্ড বানাতে সময় লেগে যায়
রিয়া আবার না থাকতে পেরে আগেই পৌঁছে যায়
মনে হল ওপারে ওটা অমিত ই দাঁড়িয়ে
অনেক বার রিয়া ডাকল ওকে
সাড়া না পেয়ে ভাবল হয়তো শুনতে পারছেনা
তো রিয়া তাড়াহুড়ো করে রাস্তা পেরতে যায়
আর ঠিক তখনই ওদিক দিয়ে আসে একটা লরি
রিয়া
রিয়াঅন্ধকারে দেখতে
পায়নি
১০ মিনিট
পর অমিত আসল
সেই কার্ড টা আজও ওর কাছেই আছে
রিয়া কে দেওয়া হয়ে ওঠেনি আর
আজ পাঁচ বছর পর সেই একই জায়গায় দাঁড়িয়ে অমিত
রিয়ার অপেক্ষায়
লগ্নজিতা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন