বৃষ্টি তুই আজ ছুটি নে
কাটাঘুড়ির মত টলতে টলতে উড়রো , ঘুরবো , হাঁটবোও একসাথে
তুই ছুটি নিলে মেঘটা আর ডাকবে না |
তোর ওপর সূর্যটা রাগ করেছিল , সেও তোকে ডাকছে
ইশানকোনে রামধনুটা দেখাবো তোকে আজ ,
তুইতো দেখিসনি !
ওর অনেক রঙ কিন্তু তির ছুঁরতে পারে না
বৃষ্টি , তুই আজ ছুটি নে।
মা'কে বলেছি তুই অপরূপা |
ইচ্ছা করে তোর এলকেশে হারিয়ে যাব
তোর নূপূরের শব্দ , তোর সুভাষ
ধরণী না ভিজলেও আমি ভিজেছি বেশ
অনেক চেষ্টা করি তোকে মুঠোয় ধরার
আঙুলের ফাঁকে ঠিক নিজের রাস্তা খুঁজে নিস
পালিয়ে যাস কোথায় বারবার ?
বৃষ্টি , তুই আজ ছুটি নে
চল হাত ধরে ঘুরে আসি শহরটা |
কেউ বলে ভোরের আলোতে তোকে দেখতে লাগে ভারি সুন্দর
তুই চাইলে পারিস আমায় ভেজাতে
আমি বকবোও না কাঁদবোও না
তাই বলছি
বৃষ্টি , তুই আজ ছুটি নে |- ইন্দ্রনীল
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন