॥আধে ভিগে দিল॥
কাল সারাটা রাত জুড়ে ভিজেছে আমার শহর
স্যাঁতস্যাঁতে ফুটপাত আর ফ্লাইওভারে
শেষদিকে জমা পথ হারানো থইথই হাঁটু জলে
হয়তো আরো কিছু সম্পর্ক ভেসে গেছে গলির মোড়ে।
স্যাঁতস্যাঁতে ফুটপাত আর ফ্লাইওভারে
শেষদিকে জমা পথ হারানো থইথই হাঁটু জলে
হয়তো আরো কিছু সম্পর্ক ভেসে গেছে গলির মোড়ে।
আট বছর আগের রঙিন ছাতায় আঙুল ছোঁয়ার গল্প
কার্ণিশ বেয়ে চুইয়ে পরে মনকেমনের বৃষ্টি
ভেজা বিছানায় শরীর ঘিরে তার ভেজা চুলের চেনা গন্ধ
প্রশ্রয় পায় পুরোনো বান্ধবীর কাঁচা হাতে লেখা চিঠি।
কার্ণিশ বেয়ে চুইয়ে পরে মনকেমনের বৃষ্টি
ভেজা বিছানায় শরীর ঘিরে তার ভেজা চুলের চেনা গন্ধ
প্রশ্রয় পায় পুরোনো বান্ধবীর কাঁচা হাতে লেখা চিঠি।
বসে ছিলাম জানলার পাশেই হাত বাড়িয়ে বাইরে
তোমার সেই বারন ভুলে মুঠো ভরে বৃষ্টির ফোঁটা ধরতে চাওয়া
মেঘ ঘনিয়ে ঘড়ির কাটায়, ছন্দ ভাঙে গ্রামোফোনে
হঠাৎ ঝড়ে প্রশ্ন আসে "সাজনা বারষে হে কিউ আঁখিয়া..."।
তোমার সেই বারন ভুলে মুঠো ভরে বৃষ্টির ফোঁটা ধরতে চাওয়া
মেঘ ঘনিয়ে ঘড়ির কাটায়, ছন্দ ভাঙে গ্রামোফোনে
হঠাৎ ঝড়ে প্রশ্ন আসে "সাজনা বারষে হে কিউ আঁখিয়া..."।
একলা গিটার, আমার রবীন্দ্রনাথ...তোমার আধে ভিগে দিল
বারিশ শ্রাবণের কোলকাতায় অচেনা দুই হৃদয়ের মেহেফিল॥
বারিশ শ্রাবণের কোলকাতায় অচেনা দুই হৃদয়ের মেহেফিল॥
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন