------------------------------------------------------------------------------------------আদিত্য
অনেকগুলো জন্মের পর একটা বৃষ্টি জন্মায়।
কালির গন্ধ নিয়ে আসে সঙ্গে,
অভিনয়ের রীতি ওর অজানা নয়।
ওর খেলা মেঘের সঙ্গে বারোমাস।
যেমন আমার সঙ্গে শিক্ষার,ভুলের আর কফি কাপের।
আমি আবার জন্মাতে চাই একটা মঞ্চের কোলে....
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন